যে যায় সে চলে যায় - অপ্রকাশিত কবিতাঃ ১৭৫

                                                                                               

কবিতা-১৭৫ : যে যায় সে চলে যায়

(শিল্পী আবুল কাসেম স্মরণে)

 

সকলেই চলে যায় আর আসে না ফিরে

নশ্বর বসুন্ধরায় থাকে না তো কেউ

রেখে যায় অজস্র অম্লান স্মৃতির ডালি

রেখে যায় অবারিত বেদনার ঢেউ।

 

চলে যায় খালি হাতে, যশ খ্যাতি লোভ

কিছুই নেয় না সাথে। স্মৃতির আপেল

রেখে যায়। রেখে যায় কিছু প্রেম, ক্ষোভ

ধুলার জাজিমে পড়ে থাকে সুরের মালা।

 

বাতাসে কেঁদে ওঠে স্বর্ণরেনু সুরের বিলাপ

শীতার্ত রাতের মাহফিলে রাতজাগা পাখি

আহা কি মধুর সুরে হাকে নিমগ্ন আজান

কুয়াশায় ভিজে যায় আবেগের মরা নদী।

 

যে যায় সে চলে যায় আর আসে না ফিরে

চিরতের চলে যায় সে নিজের আপন নীড়ে

এতো প্রেম এতো মায়া সবকিছু যাকে ঘিরে

যায় না তার দেখা আর কভু জনতার ভীড়ে।

১৯/১২/২০২০ রাত ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.