পদ্মনাভি ফুল - অপ্রকাশিত কবিতাঃ ১৭৭

                                                                                                

কবিতা-১৭৭ : পদ্মনাভি ফুল

জানি না কে কে আপনারা ভোর দেখেছেন। বড় মোলায়েম, হরিণের চোখের মত টলটলে ভোর। নবজাত শিশুর মত হৃদয়কাড়া ফুটফুটে হাসি। মায়ের আদরের মত কুসুম জড়ানো স্নিগ্ধতা আর তোমার চোখের আকুতিভরা ভালবাসায় সমৃদ্ধ।

 

যে চাহনীতে ছিল, প্রেম, অনুরাগ ও হৃদয় ভিজিয়ে দেয়া আবে জমজমের শুভ্রতা। মনে হয় ভোর এ পৃথিবীর কেউ নয়। আল্লাহর আরশ থেকে নেমে আসা পরীর প্রণয়।

কী অপার্থিব শুভ্রতা। অনাবিল শুদ্ধতাচোখের সামনে বেলীফুলের সৌগন্ধমাখা সরলতা। তুমি কি জানো পবিত্রতা কাকে বলে?

 

বেহেশতের বাতাস যখন মাঠ, ঘাট, তেপান্তর পেরিয়ে, পাহাড়, সাগর, অরণ্য মথিত করে একটি গোলাপকে বলে, এইতো আমি এসেছি। তারই নাম পবিত্রতা।

 

একদিন ভোর এসেছিল, কবুতরের পাখনায় করে শান্তি নিয়ে। যদি তুমি ভোর না দেখে থাকো তবে তুমি পৃথিবী দেখোনি।

জগত দেখোনি। সুন্দর দেখোনি।

 

হায়, তুমি যদি একটি ভোর দেখতে  পেতে, তবে চিৎকার করে বলতে, এইতো আমার হারিয়ে যাওয়া পদ্মনাভি ফুল।

২০/০৭/২০২১   ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.