কবিতার উপমা - অপ্রকাশিত কবিতাঃ ৩৯৫

             

কবিতা-৩৯৫ : কবিতার উপমা

এ পৃথিবী এক নন্দনকানন।

আর এ কাননের সবচে সুন্দর

ফুলটির নাম কবিতা।

যেনো তারকা পরিবেষ্টিত আলোর সমুদ্রে

দীপ্তিময় চাঁদের নাম কবিতা।

 

আমি ঘুমিয়ে গেলে যে মুগ্ধতা মাছরাঙার মত অনিমেষ তাকিয়ে আমার উত্তাল নাসিকার ক্রমাগত ঢেউ গুণে নিশি পার

করে সে মুগ্ধতার নাম কবিতা।

 

কবিতা আমার নাকফুল।

কবিতা আমার রসালো উষ্ঠযুগল

কমলার কোয়া ভেবে

তুমি যেখানে চুমুক দাও।

 

কবিতা বৃষ্টিস্নাত কোমল রোদ,

প্রকৃতির সজীবতা

সেজদার পবিত্র জায়নামাজ।

আর তাহাজ্জুতে মৌনতার ঘুম।

 

কবিতা মৃগনাভী জমজ পদ্মফুল

যার সুবাস নাকে লাগলে বুলবুলি

গেয়ে ওঠে-- ইয়া নবী সালাম আলাইকা

পাখিরা গেয়ে ওঠে প্রেমগীতি, বিশ্বে

ধ্বনিত হতে থাকে উম্মাতাল

প্রেমের জিকির।

 

কবিতা কড়ই গাছের কচিপাতায়

লুকিয়ে থাকা

প্রাণভোমরার অলস দুপুর।

কবিতা নন্দনবাগের শিশিরভেজা

একগুচ্ছ হৃদয় বকুল।

 

আমার কাছে কবিতার উপমা তুমি,

কেবল তুমি, তুমি আর তুমি।

০৪/১১/২০২১   বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.