পোস্টারিকা-৬ - অপ্রকাশিত কবিতাঃ ৩৭৮

          

কবিতা-৩৭৮ : পোস্টারিকা-৬

১।

এ কেমন অসুখ বলো, তোমার মুখের দিকে

তাকালে আমার সব অসুখ সেরে যায়।

২।

দেয়ার জন্য বসে আছো তুমি।

অলস বান্দা হাত বাড়ায় না, সময় কাটায় ঘুমি।

৩।

চাইনা হতে মহাজ্ঞানী, চাইনা হতে ধনী

চাই যে হতে গোলাম তোমার আল্লাহ কাদেরগনি।

৪।

পাপ দেখে তুই হতাশ কেনো

ঝরছে প্রভুর রহম বারি

হাত বাড়া  তুই, নে লুটে নে

প্রভুর রহম তাড়াতাড়ি।

৫।

জীবন হচ্ছে বৃক্ষ সাথে লেপ্টে থাকা পাতা

মরণ হচ্ছে হস্ত থেকে ফসকে যাওয়া ছাতা।

৬।

আম গাছে জাম হয় না

জাম গাছে কলা

কারো কাছে ঘর ভাল

কারো বকুলতলা।

৭।

চিলের ডানার মতো দুটি বাহু বাড়িয়ে

চলো যাই ভেসে ভেসে দূর নীলিমায়।

৮।

আমি হাঁটছিলাম অনন্তের পথে।

পথ বললো, কোথায় যাবেন?

বললাম, জানি না।

৯।

জীবন কখনো একা আসে না, সাথে করে নিয়ে আসে মরণ।

১০।

রাত কখনোই একা চলে না। পিঠে করে নিয়ে আসে ঝলমলে ভোর।

০১/০৮/২০২১   ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.