বেলীফুলের সৌগন্ধ আতর - অপ্রকাশিত কবিতাঃ ১৪৯

                                                                                          

কবিতা-১৪৯ : বেলীফুলের সৌগন্ধ আতর

লোভের পিরামিডগুলো প্রশান্তির সাগরে নিক্ষেপ করো, দেখবে, পৃথিবীতে অভাব বলে কিছু নেই।

অভাব কাকে বলে?

প্রয়োজনের তুলনায় অপ্রতুলতাকে অভাব বলে।

 

কিন্তু কতটুকু প্রয়োজন একজন মানুষের?

একবেলা খাবার, খাবার পর আরামের জন্য একটু বিশ্রাম ও নিরাপদ ঘুমের জায়গা আর

যেহেতু সে মানুষ, তাই একটু সম্ভ্রম রক্ষার আচ্ছাদন।

 

এবার বলো, পৃথিবীতে যে ফলফলাদি ও সব্জি উৎপন্ন হয়, তা কি মানুষ খেয়ে শেষ করতে পারে?

এক বছরে যে পরিমাণ  হালাল জীবজন্তু ও প্রাণীকুল পয়দা হয়, তার কয় শতাংশ ভোগ করতে পারে মানুষ?

জলের গভীরে কী পরিমাণ সম্পদ জমিয়ে রাখা হয়েছে বনি আদমের জন্য, মানুষ কি তা জানে?

 

বলো, আসলেই কি কোন খাদ্যের অভাব আছে মানুষের?

তুমি তোমার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারো না, তোমার অলসতা ও অদক্ষতার জন্য।

এখানে অভাব দেখলে কই?

তোমার বোকামীর নামতো অভাব নয়।

 

যে তোমার মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, তাকেও দুটো হাতই দেয়া হয়েছে। তোমাকেও।

তবে কেন তুমি আফসোসের নগর বানাও? কেন চুমুক দাও অপ্রাপ্তির জলে?

 

সূর্য আলোর সাগরে ডুবিয়ে রাখে তোমাকে। তোমারই আরামের জন্য ছুটে আসে কৃষ্ণ আঁধার। বাতাসের সরোবরে ফুটে থাকে তোমার মাখন জীবন।

 

তারপরও একমুঠো প্রেমের জন্য তুমি দ্বারে দ্বারে হাত পাতবে? অভাবের গরল ঢেলে দেবে শ্যামল শস্যক্ষেতে?

আকাঙ্খার অনল ঢালবে তৃপ্তির আঙুর বাগানে?

 

না। অভাব বলে কিছু নেই পৃথিবীতে।

আছে লোভের অনাহুত পিরামিড।

আকাঙ্খার দাউ দাউ আগুন।

কামনার জলেভাসা লালপদ্ম।

বাসনার সুনীল আকাশ

লোভ, লোভ, আর লোভ।

 

লোভের পিরামিড ডুবিয়ে দাও প্রশান্তি সাগরে। দেখবে, কুমড়ো ফুলের ক্যানভাস ভরা ভালবাসায়

বেলীফুলের সৌগন্ধ আতর।

০৩/০৬/২০২১   ৪টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.