হায়রে দ্বীনের খাদেম - অপ্রকাশিত কবিতাঃ ১৫০

                                                                                          

কবিতা-১৫০ : হায়রে দ্বীনের খাদেম

কী আশ্চর্য! পৃথিবীতে যারা কোরানের শাসন চায়, তারা নিজেরাই কোরান মানে না। এবং না মানাটাকেই ভাবে ইসলাম। ভাবে পরহেজগারী।

 

কেন, আপনার সাথে আমার চুক্তি করতে হবে? আমি কি আপনাকে বিশ্বাস করি না? এই

ভাবনাটাই যে ইসলাম বিরোধী।

অথচ সমাজ এভাবেই চলছে।

তবে কি কোরআন নাজিল হয়েছে অমুসলমানদের জন্য?

 

পান্ডুলিপি যিনি নিতে এলেন তিনি হাসলেন। বললেন, আমাদের সমস্যাটা এখানেই।

আপনি যথেষ্ট বিজ্ঞ মানুষ। ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতেও আপনার আপত্তি নেই।

কোরআন কি বলেনি, লেনদেন করার সময় তা লিখিত ও সাক্ষী রাখতে?

যারা সমাজ ও রাষ্ট্রে  ইসলাম চায়, তাদের কি উচিত নয়, নিজের জীবনে ইসলাম মেনে চলা? কোরানের হুকুম মান্য করা?

 

তিনি আরো বললেন, ঈমানদার বলেই আমাদের চুক্তি করতে হবে। কোরআন মানতে হবে। আসুন, নিজেরা কোরআন মানি, তারপর সমাজ ও রাষ্টে ইসলাম কায়েমের আন্দোলন করি।

 

ভাবলাম, তাইতো। আমরা যারা ইসলাম কায়েমের কথা বলি, কোরআনের সব হুকুম কি আমরা মেনে চলি?

আমাদের আলেমরাইতো কোরানের বিরুদ্ধাচরণ করছেন। নিষেধাজ্ঞার পরও স্বল্পমূল্যে কোরআনের আয়াত ফেরি করে বেড়াচ্ছেন।

 

হায় ইসলাম! হায় মুসলমান। হায়রে দ্বীনের একনিষ্ঠ খাদেম।

১৪/০৬/২০২১   ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.