পথভ্রষ্টদের দৃষ্টান্ত - অপ্রকাশিত কবিতাঃ ০১৩

       

কবিতা-০১৩ : পথভ্রষ্টদের দৃষ্টান্ত

সুরা আশ শোয়ারা পড়ার পরও

যদি বুঝতে না পারো কবির কাজ কি, তবে তোমার জন্য আফসোস করার লোক কি ভাড়া করে আনবো?

আল্লাহর সুস্পষ্ট নির্দেশ জানার পরও যারা তা ভুলে যায়, লানত তাদের জন্য।

তারা কি জানেনা, কেবল বেঈমান কবিরাই বিভ্রান্তির উপত্যকায় ঘুরে বেড়ায়।

 

আর যারা ঈমান আনে তারা

সমস্ত অন্যায় ও জুলুমের বিরুদ্ধে উচ্চকিত করে বিদ্রোহের বানী।

এইসব কবিদের ওপর অহি নাজিল হয় না, তবে তাদের ওপর ইলহাম হয়।

আর এ ইলহাম সবার ভাগ্যে জুটে না।

 

যখন ইলহাম হয় তখন

কবিদের চোখ হয়ে যায় অভ্রভেদী।

তারাতোমার মুখের দিকে তাকিয়ে অনায়াসে তোমার অন্তরের খাতা পড়ে ফেলতে পারে।

কবিরা যদি ওপরের দিকে তাকায়, সাত আসমান ভেদ করে তাদের দৃষ্টি পৌঁছে যেতে পারে আরশ মহল্লায়।

নিচে তাকালে তারা জমিনের স্তরগুলো পার হয়ে হাবিয়ার উত্তাপ অবলোকন করতে পারে।

 

শকুনতো মরা গরু খায় আর তোমরা খাও আপন মরা ভাইয়ের গোশত। জানি, কবির কথা কারো ভাল লাগে না।

না সরকারের, না রাষ্ট্রের,

না সমাজ নেতাদের,

না দলনেতাদের,

না চেয়ারম্যান, মেম্বারদের।

সবাই চায় কবিরা কেবল তাঁরই গুণকীর্তন করুক, তাঁরই মোশাহেব হয়ে যাক, মাথায় ছাতা ধরা নিকৃষ্ট মোশাহেবের মতো।

 

কবির কাজ কি সেটা

কারো কাছ থেকে জানতে হবে না।

কবির কোন বিগ ব্রাদার নেই।

আল্লাহ ছাড়া অভিভাবকও নেই। যেখানে অসঙ্গতি, যেখানে জুলুমযেখানে অসুন্দর, যেখানে অন্যায়, সেই সমাজ ও জনপদে বিদ্রোহের বানী উচ্চকিত করাই কবির একমাত্র কাজ।

 

প্রকৃত সত্য ও সুন্দরকে মানুষের কাছে তুলে ধরাই কবির কাজ।

তাতে আপনি কেন, নিজের আপন হাতও ক্ষুব্ধ হলে কবির কিছু যায় আসে না।

 

আপনার সামান্য খুদকুড়ার লোভে কবিরা সত্য প্রকাশ থেকে বিরত হবে না।

মনে রাখবেন, কবিরা কোন নেতা বা রাজার গোলামী করে না।

তারা চলে আল্লাহর হুকুমে।

তাদের গাইড করার জন্য আল্লাহই যথেষ্ট।

 

এটুকু যে বুঝে না, মনে রাখবেন সে, কোরআনের সুস্পষ্ট নির্দেশ অমান্যকারী এবং আল্লাহর হুকুমের প্রকাশ্য বিরোধী ও পথভ্রষ্ট।

০৭/১০/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.