স্বদেশী ইঁদুর, বিদেশী বাদুর - অপ্রকাশিত কবিতাঃ ০৬৫

                                                          

কবিতা-০৬৫ : স্বদেশী ইঁদুর, বিদেশী বাদুর

একদিন আমরাও রাজপথে ছিলাম।

আমাদের সামনে ছিল দুর্ভেদ্য স্বৈরাচার।

অগণিত ট্যাঙ্ক, কামান, রাইফেলের ঠা ঠা আওয়াজ। তবু আমরা থামিনি।

মৌমাছির ঝাঁক হয়ে উড়ে গিয়েছিলাম আমরা। কারাগারের দেয়াল ভেঙ্গে ছিনিয়ে এনেছিলামঃ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

 

তিনি এলেন। বটবৃক্ষের মতো সটান দাঁড়িয়ে বললেন, এখনো রক্তের দাগ শুকায় নাই। আমরা সে দাগ আর শুকোতে দিইনি।

রক্তচক্ষু আমাদের থামাতে চাইল, আমরা থামলাম না।

বন্দুকের নল আমাদের থামাতে চাইল, আমরা থামলাম না।

রাষ্ট্রীয় ট্যাঙ্ক, কামান আমাদের থামাতে চাইল, আমরা থামলাম না।

 

পথ আটকে দাঁড়ালো কাহাফের পঙ্গপাল, কিন্তু থামলো না আমাদের গতি।

ছুটে এলো টিয়ার গ্যাস, ফু মেরে উড়িয়ে দিলাম।

 

তারপর?

তারপর নয় মাস রক্তনদী সাঁতরে তোমার জন্য নিয়ে এলাম টকটকে লাল গোলাপ।

খেতে দিলাম হৃদয় আঙুরে বানানো ভালবাসার জুস।

 

তুমি এলে। আমাদের ভালবাসা ও ভরসা তুলে দিলাম তোমার হাতে। যেন এটুকুই ছিল আমাদের স্বপ্নতারপর ঘুমিয়ে গেলাম।

বিশ্বাসের ঘুম। আস্থার ঘুম।

পিতার কোলে শুয়ে থাকার নির্ভার ঘুম।

এ ঘুমের মাশুল এতো ভয়ংকর হবে ভাবতে পারিনি। চাটুকাররা এসে তোমাকে ঘিরে ধরলো।

ভিক্ষা করে আনা রিলিফের মাল চুরি করলো। চুরি করলো তোমার গায়ের কম্বল।

চুরি করলো বিশ্বাস। আস্থার সৌরভ।

তোমার ভেতর যে মায়ার পাহাড় ছিলচাটতে চাটতে তা সাবাড় করলো কালো পোকা।

সেই গর্ত ভরে দিল অহংকার,গর্ব ও লোভ দিয়ে।

আর, এই অহংকার একদিন গভীর রাতে এসে খেয়ে ফেললো স্বয়ং তোমাকেই।

 

এই গল্পই একদিন বললাম সন্তানদের।

বললাম, কিছুই নিঃশেষ হয় না।

ফিরে আসার জন্যই হারিয়ে যায় সূর্য।

ফিরে আসার জন্যই হারিয়ে যায় রাতের চাঁদ।

ক্ষেত থেকে ফসল তুলে ফেললেই তা শেষ হয়ে যায় না।

মাটি ভিজলেই কচুবনে আবার কচু গজায়। বাদামের ক্ষেতে বাদাম চারা। আবার ছুটে আসে শেয়াল বাদাম খেতে।

খামচিয়ে ক্ষতবিক্ষত করে প্রসন্ন ভূভাগ।

আমাদের অবস্থাও এখন সে রকম।

আমাদের রনাঙ্গণের সাথীরা যখন ঘুমে বিভোর, একদল চাটুকার এসে হয়ে গেল সুয়োরানী। তারা আমাদের বানিয়ে নিল তাদের দাসী।

সুয়োরানী আজ রাজমহলে থাকে, আমরা কচুবনে।

ইভিএম মেশিনে ঢুকলেই রাজাকার হয়ে যায় মুক্তিযোদ্ধা।

আর মুক্তিযোদ্ধারা রাজাকারের পোষাক পরে ঘুরে বেড়ায় পথে পথে।

 

এইসব বহুরূপী প্রতারকের হাতে দেশ তুলে দিয়ে আমরা এখন উদ্বাস্তু। অথচ বিশ্ববাসী জানে, এই উদ্বাস্তুরাই একদিন রক্তের দামে কিনে এনেছিল  স্বাধীনতা।

হায় স্বাধীনতা! তোমার শরীর এখন খুবলে খায় স্বদেশী ইঁদুর, বিদেশী বাদুর।

১০/০২/২০২০ ৩টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.