অমা রাতের কান্না - অপ্রকাশিত কবিতাঃ ০৬৬

                                                           

কবিতা-০৬৬ : অমা রাতের কান্না

মাহমুদ ভাই, খুব মিস করি আপনাকে।

হৃদয়ের ক্যানভাসে বার বার ভেসে ওঠে

আপনার মুখ। আপনার হাসি। আপনার স্মৃতি।

প্রীতিতে আপনার জন্য প্রতিক্ষার মুহূর্তগুলো আর হয়তো কখনো ফিরে আসবে না।

 

আপনিও নেই। প্রীতিও নেই।

নেই

স্বজনদের ভীড়। নেই স্বজন। আমরা যেন

মৃত জনপদের সেইসব বিপর্যস্ত দেবদারু। যারা স্তম্ভিত, বিস্মিত হয়ে এখনো নির্বাক

আকাশের দিকে তাকিয়ে আছি।

ভাবছি, তবে কি এখনো মহাবিপর্যয় ঘটেনি?

 

আমাদের হয়তো আর কখনো

সফরে যেতে হবে না। রাতে বাতি নিভিয়ে

সার্কিট হাউজের বারান্দায় বসে

শুনতে হবে না ঝিঁ ঝিঁ  পোকাদের গান।

 

সবই স্মৃতি।

কান পাতলেই শুনি হৃদয়ের মর্মর। বাতাসের কলতান।

 

জানি, আপনি এখন বেশ ভালোই আছেন।

আপনার মত আল্লাহ প্রেমিক কবিরা পরলোকে ভালোই থাকেন।

আপনার কি হাসসান বিন সাবিতের সাথে দেখা হয়েছে? আবদুল্লাহ বিন রাওয়াহা?

ওখানে কি কবিতার আসর বসে?

নবী যেমন মসজিদে নববীতে কবিতার আসর বসাতেন, ওখানেও কি তাই?

আহা, কী সৌভাগ্য আপনার?

কবি প্রেমিক নবীর আপনি উম্মতই নন,

যে কবিদের জন্য ছিল তাঁর অবারিত ভালবাসা, আপনি তাদেরই একজন।

 

মাহমুদ ভাই, সত্যি আপনাকে খুব মিস করি।

মায়াবী পর্দা দুলিয়ে কে দেখাবে আমাদের আশার আলো?

কে আমাদের নিয়ে যাবে পাখির কাছে ফুলের কাছে ?

স্বাধীনতার গান শুনিয়ে কে এই জাতিকে নিয়ে যাবে মুক্তির বন্দরে? ছিনিয়ে আনবে স্বাধীনতা?

 

আমরা বসে আছি অমাবস্যা রাতের গভীরে।

একটি ছিন্নমূল নৌকায়।

যার যাত্রী আছে, মাল্লা আছে।

নেই কোন দক্ষ মাঝি।

আমরা তাকিয়ে আছি, কখন মাঝি আসবে?

কখন প্রভাত হবে?

কখন ফুটে উঠবে ভোরের আলো?

এই বিপন্ন ও বিপর্যস্ত সময়ে কে আমাদের আশার বানী শোনাবে?

কে দেবে ভোরের আযান?

কখন হবে এ অমা রাত্রির অবসান?

১৫/০২/২০২০-৭টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.