কোন মানুষ নাস্তিক নয় - অপ্রকাশিত কবিতাঃ ৩১৯

           

কবিতা-৩১৯ : কোন মানুষ নাস্তিক নয়

কোন মানুষ নিজেকে নাস্তিক দাবী করতে পারে না। যদি করে, হয় সে অভিশপ্ত শয়তান বা নিশ্চিত শয়তানের চেলা।

 

নাস্তিকের কি মা-বাপ নেই?

সে কি করে জানে, যাকে সে মা ডাকছে তাঁর উদর থেকেই তার জন্ম হয়েছে? সে কি নিজেকে হতে দেখেছে?

 

না দেখে 'মাকে' মা বলে ডাকতে পারলে, না দেখে কেনো সে আল্লাহকে ডাকতে পারবে না?

 

অবিশ্বাস দিয়ে মানুষ তার জীবন

শুরুই করতে পারে না।

যদি আল্লাহ না থাকতো তবে কে তাকে মায়ের উদরে লালন করতো?

 

মানুষ কি জানে না, মানুষের আসা ও যাওয়ায় মানুষের কোন হাত নাই।

সে আল্লাহর ইচ্ছায় দুনিয়ায় আসে এবং আল্লাহর ইচ্ছায় চলে যায়।

আজ পর্যন্ত কেউ কি আজরাইলকে ঠেকাতে পেরেছে?

যে নিজের ইচ্ছায় জন্ম নিতে, এমনকি মরতেও পারে না, সে কি করে নাস্তিক হবে?

 

প্রতিটি মানুষের সাথে থাকে আল্লাহর নূর।

যাকে আমরা বলি বিবেক।

এই বিবেকহীন মানুষরা পশুরও অধম।

তারা মানুষ নয়, শয়তান বা শয়তানের নির্ভেজাল চেলা।

তারা ক্ষেতের ফসল নয়, অহেতুক আগাছা মাত্র।

 

যেখানে পানিরও ধর্ম আছে, আগুনেরও, সেখানে মানুষ কী করে ধর্মহীন হয়?

প্রতিটি পদার্থের নিজস্ব ধর্ম থাকে,

শুধু অপদার্থের কোন ধর্ম থাকে না।

অমানুষের কোন ধর্ম থাকে না।

নাস্তিকেরও কোন ধর্ম থাকে না।

 

তার মানে?

 

তার মানে,

কোন মানুষ নাস্তিক নয়।

নাস্তিকও কোন মানুষ নয়।

২১/০৫/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.