রক্তাক্ত রেসকোর্স - অপ্রকাশিত কবিতাঃ ০১৮

            

কবিতা-০১৮ : রক্তাক্ত রেসকোর্স

পনেরোই আগস্ট।

একটি বিভীষিকাময় দিন।

সত্যকে মেরে ফেলার চক্রান্তময় দিন।

মানুষ তাকিয়ে দেখলো রমনা রেসকোর্সে ঘাসের বদল খেলা করছে

ছোপ ছোপ লাল রক্ত।

 

কতিপয় অর্বাচীন কেন এমনটি ভাবলো, একজন মানুষকে হত্যা করে একটি আদর্শকে নিঃশেষ করে দেয়া যায়!

তারা ভাবলো না, একজন শহীদের রক্ত লাখো মানুষের রক্তের চেয়ে শক্তিশালী?

 

শহীদ!

আনবিক বোমার চেয়ে শক্তিশালী এক মারণাস্ত্র।

সমস্ত অপশক্তিকে নিঃশেষ করে দেয়ার জন্য

শহীদের একফোঁটা রক্তই যথেষ্ট।

যারা নির্বোধ

কেবল তারাই প্রতিপক্ষের হাতে তুলে দেয় এমন

অমোঘ মারণাস্ত্র।

 

মানুষ খুন করে কোন আদর্শকে খুন করা যায় না।

মানুষ খুন করে ধ্বংস করা যায় না বিপ্লবের চেতনা।

মানুষ খুন করে তাঁর বুকে লেগে থাকা সৌরভ কখনো আলাদা করা যায় না।

বরং সৌরভময় বর্ণালী পুষ্পকে উন্মুক্ত মাঠের বৃক্ষ থেকে ছিঁড়ে

বসিয়ে দেয়া হয় এক অনুপম প্রাসাদের অলৌকিক ফুলদানীতে।

 

ফুলের স্বার্থকতা তো ওখানেই।

পনেরোই আগস্টে আমি সেই সৌরভমাখা ফুলের

সুবাস পেয়েছি। পনেরোই আগস্টে আমি সেই ফুলের আগুনরাঙা রঙ দেখেছি।

 

পনেরোই আগস্ট কোন আবদুল মালেক খুন হয়নি। বরং কেউ একটি প্রস্ফুটিত রক্তগোলাপ আমার বুকের ভেতর আলগোছে রেখে পালিয়ে গেছে। এ রক্ত গোলাপ চির সজীব ও তরতাজা।

১৯/১০/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.