তথাস্ত প্রিয়তমা - অপ্রকাশিত কবিতাঃ ০১৯

             

কবিতা-০১৯ : তথাস্ত প্রিয়তমা

আমি যেই তোমার জন্য কবিতা লিখতে বসেছি, অমনি তুমি হৈ হৈ করে তেড়ে এলে। বললে, ছি!

তুমি এতো খারাপ, এতো নির্লজ্জ!

তুমি না আমাকে ভালোবাসো?

তবে, তবে কেন তোমার ও আমার একান্ত আলাপ, ভাল লাগা মন্দ লাগা, আমাদের একান্ত অনুভূতির কুসুম কোমল অনুভব তুমি পাঠকের সামনে মেলে ধরতে চাও?

 

আমি কি এতোই খেলো,এতোই সস্তা? বাজারি মেয়েদের মতো আমি কি বহুভোগ্যা? কোন সাহসে তুমি আমার

রূপ ও যৌবন পর পুরুষের সামনে মেলে ধরতে চাও?

 

তুমি কি জানো না, প্রতিটি পুরুষ পাঠক কবিতা পড়তে পড়তে নায়ক বনে যায়! আর কল্পনায় হারিয়ে যায় নায়িকার মেঘরঙ চুলের গভীর অরণ্যে?

 

তাহলে, তাহলে কেন প্রিয়াকে নিয়ে কবিতা লিখবে তুমি?

কেন আমাকে পাঠকের হাতে তুলে দিয়ে দেউলিয়া হবে?

আপন প্রেয়সী ছাড়া আর কি কোন বিষয় নেই সৃষ্টিলোকে যাকে নিয়ে কবিতা লেখা যায়?

 

দোহাই, অন্দর মহল থেকে তুমি আমাকে রাস্তায় বের করে দিও না।

আমি বললাম, তথাস্ত প্রিয়তমা।

২৩/১০/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.