বিচারকের করুণ আর্জি - অপ্রকাশিত কবিতাঃ ০১৭

           

কবিতা-০১৭ : বিচারকের করুণ আর্জি

ভগবান, তোমার অস্তিত্বের ব্যাপারে এবার সত্যি নিশ্চিত হলাম। ছাত্রজীবনে তথাকথিত বামপন্থিদের প্রভাবে তোমার অস্তিত্বের ব্যাপারে যে চিড় ধরেছিল সে ফাটল আমি বন্ধ করে দিয়েছি।

এটা প্রমাণ করার জন্যই তুমি লক্ষ্য করেছো, চাকরী যাওয়ার পর বিভিন্ন মন্দিরে তোমাকে দেখার জন্য ছুটে গিয়েছি। আমার নামে মিথ্যা অপবাদ ও কুৎসা রটনার পর আমি নিশ্চিত হয়েছি, এটা তোমারই খেলা।

 

অন্যায়ে আকন্ঠ নিমজ্জিত কোন জাতিকে ধ্বংস করে দেয়ার আগে তাদের মাথার ওপর কোন বিবেকবানকে তুমি সইতে পারো না।

জানি, আমি অনেক বড় বড় পাপ করেছি। পদ ও ক্ষমতার লোভে অন্যের ইচ্ছায় নির্দোষ লোকদের ধরে ধরে আমি জেল ও ফাঁসি দিয়েছি।

তারপর আমাকে ক্রমাগত অন্যায় করার জন্য চাপ দিলে আমার বিবেক বিদ্রোহ করে। আমি অন্যায়ের প্রতিবাদ করি। এ অপরাধে আমাকে চাকরীচ্যুত করা হয়। আমার নামে মিথ্যা অপবাদ দেয়া হয়।

 

আমি বুঝতে পারি, আমার মধ্যে যে বিবেকবোধ কাজ করেছে, অন্যায়ের প্রতিবাদ করতে সাহস জুগিয়েছে, সে জন্যই তুমি আমাকে সরিয়ে দিয়েছো।

তুমি চাওনি অন্যায়ে নিমজ্জিত জাতির ভাগ্যে কোন বিবেকবান টিকে থাক। আরো নিষ্ঠুর ও বিবেকহীনকে তুমি সামনে নেয়ার জন্য এই ফাঁদ পেতেছো। যাতে জাতি আরো বেশি করে অন্যায়ে জড়িয়ে পড়ে।

 

ভগবান, পুরো জাতি অন্যায়ে নিমজ্জিত হলে এবং অন্যায়ে দেশ ভরে গেলে সেই অপরাধে তুমি তাদের ধ্বংস করে দেবে, এটাই যদি তোমার ইচ্ছা হয়, তবে আমার কি দোষ।

 

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়ানো জাতি থেকে আলাদা করে আমাকে বরং তুমি অন্য কোথাও পাঠিয়ে দাও।

১৫/১০/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.