প্রত্যাশার লাগাম টানো - অপ্রকাশিত কবিতাঃ ৩৬৭

        

কবিতা-৩৬৭ : প্রত্যাশার লাগাম টানো

না, কেউ সুখী হয় না। হতে পারে না।

অতৃপ্তি কাউকে সুখী হতে দেয় না।

এ এক জন্মগত রোগ। এ রোগ ভাল হয় না।

না, মানুষ সুখী হয় না। কেউ সুখী হয় না।

 

কারণ এ অসুখ সে পোষে। দুধকলা খেতে দেয়।

আদর করে। পরম যত্নে শুইয়ে রাখে আপন বুকে।

আজীবন ঘর করে তার সাথে।

ফলে লালসার ডালপালা বাড়ে।

এই লালসা কাউকে সুখী দেয় না।

 

এ এক অদৃশ্য নিয়তি।

দিন যতো যায় অতৃপ্তি বাড়। বড় হয়। আরো বড় হয়।

একদিন এ অতৃপ্তি মহীরূহ হয়ে যায়।

ঢেকে ফেলে তার জীবন। তার দেহ তনু মন।

অসুখ বুকে নিয়ে শুয়ে শুয়ে মানুষ কাতরায়।

তবু অসুখকেই সে ভালবাসে।

তাই মানুষ সুখী হয় না। সুখী হতে পারে না।

 

সুখী হতে চাইলে লালসার সাপ মেরে ফেলতে হয়।

অতৃপ্তির ডালপালা কেটে দিতে হয়।

আকাংখার রাজপ্রাসাদ ছেড়ে নেমে আসতে হয় প্রকৃতির আটপৌরে কুঁড়েঘরে।

কিন্তু লোভের মায়াবৃক্ষ তাকে নামতে দেয় না।

প্রত্যাশার ভূত তাকে তাড়া করে।

সে দৌড়ায়। আর দৌড়াতে দৌড়াতে সে

মুখ থুবড়ে পড়ে যায় মাটির মায়াময় গর্তে।

 

না, অতৃপ্ত আত্মা সুখী হয় না।

সুখী হয় আল্লাহর তৃপ্ত গোলাম।

সুখী যদি হতে চাও, টেনে ধরো প্রত্যাশার অতৃপ্ত অশান্ত লাগাম।

৯/০৮/২০২১   ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.