ঝড় আসছে,আসতে দাও - অপ্রকাশিত কবিতাঃ ৩৬৮

        

কবিতা-৩৬৮ : ঝড় আসছে,আসতে দাও

সাবধান মাঝি, সাবধান।

শক্ত করে হাল ধরো, ঝড় আসছে।

সারা আকাশ ঢেকে গেছে কালো মেঘে।

বাতাসে গুমোট গন্ধ।

দৌড় দেয়ার আগে যেমন

দম বন্ধ করে ফেলে খেলোয়াড়রা

তেমনি প্রকৃতি দম বন্ধ করে ফেলেছে।

তার মানে, ঝড় আসবে, তীব্র তুমুল ঝড়।

 

থমকে গেছে বাতাস।

দম বন্ধ করে টান টান হয়ে

দর্শকের মত দাঁড়িয়ে গেছে নদীপাড়ের কাশবন।

নির্বাক তাকিয়ে আছে বৃক্ষরাজি

নদীর পানি ঢেউহীন

সবাই ব্যগ্রব্যাকুল

কখন ছুটে আসবে তীব্র তুমুল ঝড়।

 

শক্ত করে হাল ধরো মাঝি।

দ্যাখো, দ্যাখো, কেমন বেয়াড়া বেগে

শুরু হয়ে গেছে ধুলিঝড়

যেন ছুটে আসছে উন্মাতাল রেসের ঘোড়া।

তুফান ছুটবে, বাতাসে উড়ে যাবে খড়কুটো

শুকনো পাতারা উড়বে বাউড়ি বাতাসে।

ঝড় আসবে, ঝড়, তীব্র তুমুল ঝড়।

সাবধান মাঝি, সাবধান।

শক্ত করে হাল ধরো, নৌকা সামলাও।

 

ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে।

এ বৃষ্টি নয়, মন্দের বাদশার অন্তিম কান্না।

দৈত্যের মত বিকট শব্দে ছুটে আসছে সুতীব্র ঝড়। শোন তার শন শন আওয়াজ।

 

এ ঝড় মন্দ বিনাশের।

এ ঝড় শয়তানের আখড়া উড়িয়ে দেয়ার।

ভয় পেয়ো না মাঝি, হাল ধরো,

মনে করো এটাই নূহের জাহাজ।

 

তুমি নিজের চোখেই দেখতে পাবে

পাপের কান্নায় ডুবে যাচ্ছে নষ্টনগর।

শুকনো খড়কুটো ও পাতার মত

উড়ে যাচ্ছে সাদ্দাতের বেহেশত।

পদ্মা মেঘনার জলে হাবুডুবো খাচ্ছে নব্য ফেরাউন।

 

আর মাত্র এক লহমা।

অগ্নুৎপাতে হড়হড় করে বেরিয়ে আসবে নমরুদের ঘিলু।

মাঝি ভাই, তুমি শক্ত হাতে হাল ধরো।

বনজঙ্গল চুরমার করে ছুটে আসছে ঝড়।

ডাইনী বুড়ির অট্টহাসির মত বিজলী চমক

শোন, কান পেতে শোন, ইস্রাফিলের শিঙাধ্বনি।

ভয় পেয়ো না মাঝি।

মনে করো, নূহের নৌকার বৈঠায় তোমার হাত।

 

ঝড় আসছে, আসতে দাও।

তীব্র তুমুল ঝড়ে উড়ে যাক নষ্টনগর।

০৮/১০/২০২১   বাদ জুমা।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.