ঘৃণা করতে শেখো - অপ্রকাশিত কবিতাঃ ১৫২

                                                                                           

কবিতা-১৫২ : ঘৃণা করতে শেখো

ভালবাসতে হলে কখনো কখনো

ঘৃণা করা শিখতে হয়।

যে ঘৃণা করতে জানে না,

সে ভালবাসতে পারে না।

 

মীরজাফরকে ঘৃণা করতে না শিখলে

স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা যায় না। বাঁচতে চাইলে মীরজাফরকে ঘৃণা করতে শেখো। নচেত তুমি স্বাধীন থাকতে পারবে না।

 

যে কালসাপ তোমাকে দংশন করে

তাকে আঘাত করতে শেখো।

নইলে তুমি বেঁচে থাকতে পারবে না।

হিংস্র জানোয়ারের সাথে লড়াই করতে শেখো। নইলে কেউ আত্মরক্ষা করতে পারবে না

 

মাঝি হতে চাইলে নৌকা বাইতে শিখতে হয়। যে জমি চাষ করতে পারে না, সে ফসলও ফলাতে পারে না। অতএব নিজেই নিপুণ চাষী  হও।

 

যে অসুন্দরকে তাড়াতে পারে না,

সে সুন্দরের নাগাল পায় না।

যে মন্দকে তাড়াতে পারে না,

সে শুভ ও কল্যাণকে পায় না।

যে ঘৃণা করতে জানে না,

সে ভালবাসতে পারে না।

 

ভালবাসতে চাও?

ঘৃণা করতে শেখো।

বাঁচতে চাইলে মরতে শেখো।

মীরজাফরকে ঘৃণা করতে না পারলে কেউ দেশপ্রেমিক হতে পারে না।

২৪/০৬/২০২১   ২টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.