কানা দাজ্জাল - অপ্রকাশিত কবিতাঃ ৩৩৭

               

কবিতা-৩৩৭ : কানা দাজ্জাল

জানি না কি হবে এ যাত্রায়।

দেখছি, আজদাহা সাপের নিচে

দেশ কাতরায়।

চারদিকে নাগিনীরা করছে ফোঁসফাঁস।

চারদিকে অনাহুত ত্রাস, অবিশ্বাস।

 

ক্রমেই, অজানা গন্তব্যে ছুটে যাচ্ছে ট্রেন।

কিন্তু, ট্রেনের যাত্রীরা এখনো ঘুমে বেহুশ।

বানের জলের মত ছুটে আসছে বিপন্ন জোয়ার।

সেই স্রোতে ভেসে আসছে আজদাহা পাপ।

 

এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে রাত।

এভাবেই ভীরু পায়ে

ছুটে আসছে ফ্যাঁকাশে মরা প্রভাত।

পদ্মার ইলিশেরা দিল্লী যায় হেঁটে,

ভুজপুরী রমনী সে ইলিশ তুলে দেয় ভাতারের প্লেটে।

 

ঘুম আসে। মরা ঘুম কুয়াশায় ঢাকা।

ঘরগুলো ছিমছাম। ভেতরে ফাঁকা।

আমাদের অবস্থা আজ এতই বেহাল

ত্রাসের কাঁপন জাগায় কানা দাজ্জাল।

২১/১০/২০২২  বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.