প্রিয়তম রাসূল আমার - অপ্রকাশিত কবিতাঃ ০০২

  

কবিতা-০০২ : প্রিয়তম রাসূল আমার

হে নবী, প্রিয়তম রাসূল আমার।

আপনার বাণী আমাদের মাথার মুকুট

আপনিই তো বলেছিলেন,

তোমরা তোমাদের সন্তানদের

কবিতা শেখাও, তাতে তাদের কন্ঠ সুরেলা ও মধুর হবে।

আপনিইতো বলেছিলেন,

কবিদের আর্থিক সহায়তা করা

পিতামাতার সাথে সদ্ব্যবহার করার সমতুল্য।

আপনিইতো কবিতা পাঠের জন্য মসজিদে নববীতে আলাদা মিম্বর বানিয়ে দিয়েছিলেন।

আপনিই তো শরীর থেকে চাদর খুলে কবির গায়ে পরিয়ে দিয়েছিলেন।

 

আপনি তো সেই মহানুভব,

যিনি মা আয়েশার নামে মিথ্যা অপবাদ দেয়ার পরও শুধুমাত্র কবি  হওয়ার কারণে হাসসান বিন সাবিতকে ক্ষমা করে বেহেশতের সুসংবাদ শুনিয়েছিলেন।

আপনিই তে সেই লোক, যিনি

কবিতা শুনে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর মৃত্যুদন্ড মওকূফ করে দিয়ছিলেন।

 

হে নবী, প্রিয়তম রাসূল আমার।

আপনার মহত্বের কথা পৃথিবীর

সমস্ত কবি সারাজীবন লিখেও

শেষ করতে পারবে না।

১৮/০৯/২০১৭


অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.