অনুকবিতা-১ - অপ্রকাশিত কবিতাঃ ১৪০

                                                                                        

কবিতা-১৪০ : অনুকবিতা-১

১।

ইলাকে বলে দিও, এটা করোনাকাল

আমি চাই, সে আসুক বিশুদ্ধ সকাল।

২।

দেহের ভাঁজে ভাঁজে নিষিদ্ধ গন্ধম।

তওবার ফুলে হও পবিত্র আদম।

৩।

চাঁদের কলঙ্ক বলে, জোসনা ভরা পাপ

তোমায় পবিত্র করবে,ভোরের উত্তাপ।

৪।

এ তো কোন ভোর নয়, বিশুদ্ধ সকাল

তোমার স্নিগ্ধতা ভরা লাজরাঙা গাল।

৫।

শিরায় শিরায় কি যে করে কিলবিল

ও কি বদ রক্ত, না, দুষ্ট আজাজিল?

৬।

ঘুমে ঘুমে দিন কাটে, রাত কাটে ঘুমে

মনে হয় ডুবে আছি নেটে আর ঝুমে।

৭।

তুমি যারে দেখো সখি মোহময় ফুল

ওরা কেউ ফুল নয়, পাপ আর ভুল।

৮।

আকাশের তারাগুলো মিটিমিটি হাসে

দেখে সে ধরনীতে কে কে ভালোবাসে।

৯।

প্রেম বুঝে সকলেই, যে চালাক, যে বোকা

ফুল, পাখি, নদী ভরা সুখ থোকা থোকা।

১০।

তারে আমি ভালবাসি, যে আমাকে বাসে

যে আমার সাথে থাকে, প্রতি নিঃশ্বাসে।

০৩/০৯/২০২০ ৭টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.