যেদিন বাঘ এলো - অপ্রকাশিত কবিতাঃ ২৬৯

 

কবিতা-২৬৯ : যেদিন বাঘ এলো

আমি কি ঘুমিয়ে ছিলাম?

না, ধ্যানমগ্ন চৈতন্যহীনতায় আকন্ঠ নিমজ্জিত ছিলাম?

একটা লাল পিঁপড়ার কামড়ে আমার

চৈতন্য ফিরে এলো। কিন্তু তবু চোখ মেলে তাকালাম না। নিদ্রালু চোখে একটা হাই তুলে পাশ ফিরে শুয়ে রইলাম।

 

একটু গরম গরম লাগছে।

ভাবলাম, রোদ তেঁতে উঠেছে।

তবু চোখ খোললাম না।

আবারও পাশ ফিরে শুয়ে পড়লাম।

আমার স্থবির পায়ে কি যেন ঠেকলো।

 

এবার চোখ মেললাম। দেখলাম,

একটা বিশাল মাকড়শা আমাকে জালবন্দী করে ফেলেছে।

আমি মাকড়শার জাল ছিন্ন করে বেরোতে গিয়ে আরো

আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেলাম জালে।

 

ততোক্ষণে আমার চৈতন্য পুরোপুরি

ফিরে এলো। এবার বুঝলাম,

গরম লাগার কারণ তীর্যক রোদ নয়,

কে যেন ঘরে আগুন লাগিয়েছে।

 

আমি বন্দী মাকড়শার জালে।

ঘরে দাউদাউ আগুন।

আমাকে উদ্ধার করার জন্য আশেপাশে কোন স্বজন নেই।

 

জাফর আলী খানের সৈন্যরা ঘিরে ফেলেছে আমার ঘর শুদ্ধ পুরো আম্রকানন।

আমি তখন "বাঁচাও" বলে নিরর্থক চিৎকার করে উঠলাম।

 

কিন্তু যেদিন বাঘ এলো সেদিন কেউ আমাকে বাঁচাতে এলো না।

১৮/০৩/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.