প্রফুল্ল হাসি - অপ্রকাশিত কবিতাঃ ২৬৮

 

কবিতা-২৬৮ : প্রফুল্ল হাসি

হাসি নয়, যেন ভোরের আকাশ,

ভুবন আলো করে ছড়িয়ে দিয়েছে শুভ্রতার মায়াবী জোস্না।

 

পৃথিবীর কোলে এসে বসে আছে পূর্ণিমার চাঁদ। আর তাতেই

বিশ্বময় ছড়িয়ে পড়েছে ফুলের প্রাণহরা সুষমা।

 

পরাশক্তি যদি পারতো মারণাস্ত্রের বদলে এরকম একগুচ্ছ হাসি উৎপাদন করতে, কতইনা ভালো হতো!

 

আমিরজান,

বলতো, কে শক্তিশালী?

তোমার হাসি নাকি মারণাস্ত্র?

আমিরজান হেসে বললো,

মারণাস্ত্র মানুষ মারতে পারে,

হৃদয় জয় করতে পারে না।

 

আমিও সায় দিয়ে বললাম, ঠিক।

সে কেবল পারে তোমার হাসি।

 

আমার যদি কখনো সুযোগ হয়,

বিশ্ব মোড়লদের আমি বলবো,

পৃথিবী জয় করতে চাইলে

উৎপাদন করো প্রফুল্ল হাসি।

 

মনে রেখো,

একগুচ্ছ হাসি যা পারে

তা কখনো পারে না মারণাস্ত্র।

অতএব, মারণাস্ত্রের বদলে

হাসি উৎপাদনের কারখানা বানাও।

১৮/০৩/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.