অনাগত সুখের জাজিম - অপ্রকাশিত কবিতাঃ ২৭০

 

কবিতা-২৭০ : অনাগত সুখের জাজিম

ভাল কিছু লিখতে গেলেই আমার কলম আটকে যায়। ভয় হয়,

আবার কোন বিপদে পড়ি।

 

দুনিয়াটাই বিপদে ভরা।

যেদিকেই হাঁটো বিপদ তোমাকে জড়িয়ে ধরবেই।

 

ছোট বিপদ, বড় বিপদ।

সারাক্ষণ বিপদ আর বিপদ।

তবু মানুষ বাঁচে। বাঁচে?

হ্যাঁ, যতোক্ষণ মাবুদ বাঁচিয়ে রাখেন।

 

দ্বীনদার, পরহেজগার লোকের

বিপদ আসে তাকে পাপ থেকে মুক্ত করতে।

মুমীন বিপদ থেকে কামায় পূণ্য।

তার বিপদ তাকে দেয় অনন্ত সুখের খবর।

জেলখানা, জালিমের নিষ্ঠুর নির্যাতন তার জন্য বয়ে আনে বেহেশতের সৌরভ।

বিপদ তাকে শোনায় প্রভুর খোশখবর, এ বিপদ নয়, তোমার প্রভুর সুরম্য নগরে ঢুকার আগে নীল জোসনায় গোসল করানো হচ্ছে।

 

কষ্ট কখনো বৃথা যায় না।

কষ্টই বয়ে আনে সাফল্যের আগাম খবর।

যে কৃষক কষ্ট করে না, তার ঘরে প্রবেশ করে না আনন্দ সম্ভার।

থোকা থোকা নীল জোসনা থেকেই জন্ম নেয় জাফরানী সুখ।

বিপদকে বিপদ ভেবো না।

বিপদ হচ্ছে অনাগত সুখের জাজিম।

১৯/০৩/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.