স্টেশনের শেষ হুইশেল - অপ্রকাশিত কবিতাঃ ০২৭

                     

কবিতা-০২৭ : স্টেশনের শেষ হুইশেল

পৃথিবীর প্রথম এবং শেষ

চিৎকার ধ্বনির নাম কবিতা।

মায়ের উদরে বেহেশতের প্রশান্তি নিয়ে যখন কাটাতে প্রহর

তখন কোন চিৎকার ধ্বনির সাথে তোমার পরিচয় ছিল না।

 

মায়ের নাড়ি ছিঁড়ে যেদিন এলে এ ধরায়,

এ পৃথিবীর অনাহুত কোলাহল, যন্ত্রণার তীব্র দাবদাহে চিৎকার করে বলেছিলে- এ আমি কোথায় এলাম?

 

তারপর কষ্টের সমুদ্রে ভাসতে ভাসতে কাটিয়ে দিলে আয়ুর বয়স।

কান্নার কোরাসে কেটে গেল বিপন্ন সময়।

যন্ত্রণাকে ভাল বাসতে বাসতে পড়ে গেলে এ

কাঁদামাটির প্রেমে।

জড়িয়ে ধরতে চাইলে সবুজ পত্রপল্লব।

 

আজরাইল এলেই কেঁদে ওঠে তোমার মন।

বলো, হে মরনের দূত, এ দুর্বা ঘাসের ওপর আরো দুটো সেজদার প্রহর অবকাশ দাও। তারপর,

জীবনের শেষ চিৎকার ধ্বনির মধ্য দিয়ে যাত্রা করো আপন গন্তব্যে। এইতো জীবন!

 

বস্তুত, স্টেশনে শেষ হুইশেলের চিৎকার ধ্বনির মধ্য দিয়ে

যাত্রা করো তুমি অনন্তের পথে।

 

আহা, যদি জানতে,

পৃথিবীর প্রথম এবং শেষ

চিৎকার ধ্বনির নামই কবিতা।

০৫/০১/২০১৮

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.