উত্তাপের আগুন - অপ্রকাশিত কবিতাঃ ১৬৮

                                                                                              

কবিতা-১৬৮ : উত্তাপের আগুন

রোদের সাথে কথা হচ্ছিল,

রোদ বলল, তাপ লাগবে স্যার?

বললাম, তাতো কিছু লাগেই।

ড্রাম দেন স্যার, দিয়ে যাই।

 

কিন্তু----

কিন্তু কি স্যার?

 

আসাদ নেই, মতিউরও নেই।

মালেক থাকলে কোন কথা ছিল না।

ডা, মিলন যদি থাকতো তবে

তাকেই না হয় একটু দিতাম।

দেলোয়ার, বসুনিয়া কেউ তো ঘরে নেই।

উত্তাপের আগুন কে খাবে?

 

স্যার, তবে আমি যাই।

লাগলে ফোন দিয়েন।

ঠিকাছে?

১০/১০/২০২০ রাত ১ টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.