একটুকরো অক্ষয় হাসি - অপ্রকাশিত কবিতাঃ ১৬৯

                                                                                              

কবিতা-১৬৯ : একটুকরো অক্ষয় হাসি

ঢং ঢং ঘন্টা বাজছ।

কয়লা খনিতে ছড়িয়ে পড়ছে একই সাথে আনন্দ ও বিষাদ। হঠাৎই চুপিসারে এলে তুমি।বললে, শোনহে সুহৃদ, হাত ধোও।

ছুটির ঘন্টা পড়ে গেছে, চলো বাড়ি যাই।

 

এ কথা শুনেই আমি কবিতা লেখা বন্ধ করে দিয়েছি।

সেও তো পক্ষকাল হয়ে গেল।

না লিখছি, না উঠে দাঁড়াচ্ছি।

কী যে হলো আমার।

আমি তো তোমার মতো অবলীলায় বলতে পারছি না, হে পৃথিবী, ভাল থেকো, সুখে থেকো। আমি চললাম।

 

আমি বরং পাথরের মতো স্তম্ভিত ও

বোবা হয়ে গেলাম। একজন আহমদ বাসির চলে যাওয়ার খবর পেয়ে কেন যে মনে হলো, কেয়ামত হয়ে গেছে।

 

সময় হয়েছে কবর থেকে ওঠে দাঁড়াবার।

তাই পৃথিবীর কবিরা কবিতা লেখা বন্ধ করে দিয়েছে।

আমার মতই থমকে দাঁড়িয়ে আছে

আহ্নিক গতি, বার্ষিক গতি।

বন্ধ হয়ে গেছে পুষ্পের প্রস্ফুটন।

বাতাসের স্তব্ধতার ওপর বসে আছে

একটুকরো মুচকি হাসি, যে হাসিটা তোমার ঠোঁটে ঝুলে থাকতো।

 

তবে কি একটুরো অক্ষয় হাসির নাম আহমদ বাসির?

০১/১২/২০২০ ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.