স্বপ্ন আছে বলেই - অপ্রকাশিত কবিতাঃ ২২৬

                                                                                                          

কবিতা-২২৬ : স্বপ্ন আছে বলেই

প্রশান্তির পশরা নিয়ে রাত নামে।

বলে, ঘুমাও। ঘুমিয়ে পড়ে মানুষ ও বৃক্ষের পত্রপল্লব।

ঘুমায় না নিশিজাগা পাখি।

ঘুমায় না কবিরা।

যদি কবিরা রাত জেগে কবিতা না লিখতো

তবে ফুটতো না পুষ্প, ফুলের পাপড়ি মেলতো না চোখ।

 

একেকটি হৃদয়পদ্ম ফোটে বলেই

তুমি কটাক্ষের ঘ্রাণে মাতোয়ারা হও।

চাহনীর দীপ্তি চারদিক আলোকিত করে বলেই তুমি দিনের দেখা পাও।

নয়তো কৃষ্ণ রাতের মতোই

অন্ধকার হতো তোমার জীবন।

 

হৃদয়ে যদি প্রেমের পুষ্পপরাগ

না ছড়াতো কবিরা,

পৃথিবী হয়ে যেতো সাহারা মরুভূমি।

এসো, তাই কবিকে জানাই

হাজারো সালাম।

 

কবিরা আছে বলেই

এখনো সবুজ দেখি,

কবিরা আছে বলেই

পৃথিবীতে জোসনা নামে।

কবিরা আছে বলেই

হারিয়ে যায়নি মায়ামত হাত।

 

কবিরা আছে বলেই কোকিল ডাকে।

হৃদয় সমুদ্রে বয় জোয়ার ভাটা।

ভোর দেখতে চাও? কবি হয়ে যাও।

স্বপ্ন আছে বলেই পৃথিবীতে এখনো সূর্য ওঠে।

১২/০৯/২০২২ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.