ধিক, আবু লাহাব প্রেমিকদের - অপ্রকাশিত কবিতাঃ ২২৫

                                                                                                         

কবিতা-২২৫ : ধিক, আবু লাহাব প্রেমিকদের

আবু লাহাবের পোশাক পরিধান করা সুন্নত,

এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না।

আবু সুফিয়ানের পোশাক পরিধান করা সুন্নত,

এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না।

আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না,

আইয়ামে জাহেলিয়াতের পোশাক পরিধান করা রাসূলের সুন্নত।

 

বরং সুন্নত হচ্ছে, পুরুষের সতর ঢাকা ও মেয়েদের সতর ঢাকার যে আলাদা বিধান দিয়েছে ইসলাম তা মেনে চলা। আপনি আবু সুফিয়ানের মত পাগড়ি পরবেন, এটা ইসলাম হতে পারে না।

যেখানে টাখনুর নিচে কাপড় পরা হারাম, সেখানে আপনি আল্লাখেল্লা দিয়ে রাস্তা পরিস্কার করবেন, এটা সুন্নত হতে পারে না।

 

এখনও সময় আছে ভন্ডামী বাদ দেন।

সুন্নত হচ্ছে, তায়েফে গিয়ে রক্তাক্ত হয়ে বলবেন, হে আল্লাহ, যারা না বুঝে এ জুলুম করেছে তাদের তুমি মাফ করে দাও। তুমি যদি তাদের ধ্বংস করো তবে আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত দেবো?

 

সুন্নত হচ্ছে, বিনা রক্তপাতে মক্কা বিজয় করা। যারা তার পিঠে উটের নাড়িভূঁড়ি তুলে দিত তাদের মাফ করে দেয়া।

 

মা আয়েশার নামে জঘন্য মিথ্যা অপবাদ দিয়েছিল যে কবি তাকে মাফ করে দিয়ে শায়েরুন্নবী বলে স্বীকৃতি দেয়ার নাম হচ্ছে সুন্নত।

 

যারা অহংকার করে তারা রাসূলের উম্মত হতে পারে না।

যারা মানুষে মানুষে ঘৃণার দেয়াল তোলে তারা রাসূলের উম্মত হতে পারে না।

রাসূলের সুন্নত হচ্ছে, পেটে পাথর বেঁধে দ্বীনের পথে অটল থাকা।

রাসূল পথ পাড়ি দিতেন উটের পিঠে চড়ে,

হেলিকপ্টারে গিয়ে একঘন্টার ওয়াজ করে পকেট ভরে ঘরে ফেরার নাম ইসলাম নয়।

 

রাসূল দান্দান মোবারক শহীদ করেছেন দ্বীনের জন্য, আর আপনি দ্বীন প্রচার করার জন্য সার্কিট হাউজে থাকার বায়না ধরেন।

 

যে দেশের মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় মারা যায়, সে দেশে আপনি কোটি টাকা বিদেশে পাচার করে মুসলমান হওয়ার মহড়া দেন। ধিক, পুঁজিপতির সেবা দাসদের।

ধিক, যারা ইসলামকে বিক্রি করে খায়।

ধিক, নব্য আবু লাহাব প্রেমিকদের।

১১/০৯/২০২২ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.