দূরাগত স্বপ্নেরা - অপ্রকাশিত কবিতাঃ ৩০৯

         

কবিতা-৩০৯ : দূরাগত স্বপ্নেরা

যে কথা বলিনি তোমায় কখনো

সে কথা বলবো আজ

তুমিও এসো ফেলে রেখে আজ দুহাতের কারুকাজ।

 

সাজাই এ পৃথিবী নতুন করে,

সাজাই সোনালী ভোর

মোহ আর লোভ, ঘৃণার দেয়াল

সব দেই চলো গোর।

 

আকাশে ভাসবে পাখি ও মেঘেরা, মাটিতে ফলবে ধান

জলের নিচে মাছেরা হাসবে,

বাতাসে ফুলের ঘ্রাণ।

 

আর্ত, পীড়িত, ব্যথিত ধরায়

থাকবে না আর কান্না

সবার জন্য আবারও হবে

দুমুঠো ভাত রান্না।

 

মানুষের জন্য মানুষের মায়া ভালোবাসাটুকু থাকবে

পাতার আড়ালে কোকিলের স্বর

প্রেমের জন্য ডাকবে।

 

মনে মনে থাকবে কানাকানি শুধু, হানাহানি যাবে ভুলে

নাও বেয়ে যাবে অচেনা মাঝি, ভাটিয়ালী সুর তুলে।

 

আবার হাসবে পাখি, ফুল, নদী, তোমার আমার প্রাণ

মানুষ বলবে, হে মহামহিম,

তুমি কতো মহীয়ান।

১৭/০৫/২০২৩ বাদ আছর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.