এসো সোনালী সকাল - অপ্রকাশিত কবিতাঃ ৩০৮

         

কবিতা-৩০৮ : এসো সোনালী সকাল

কবিতা পড়ার প্রহর গেল

কবিতা এলো না কাছে

কবিতার দিন শেষ হয়ে গেছে

সন্দেহ কি আছে?

 

পাল্টে গেছে যুগের ধারা,

পাল্টে গেছে দিন

মানুষ বাজায় সারাদিন শুধু

স্বার্থের ভায়োলিন।

 

পুঁজির মোহে পরাণ এখন

পাপের দরিয়া চষে

মধু ভেবে দেয় চুমুক সবে

বিষ পিয়ালার রসে।

 

সারাদিন শুধু নাই নাই নাই

আরো পেতে চাই, আরো

স্বজনের খোঁজ নেয়ার সময়

হয় না তো আজ কারো।

 

এভাবেই হয় দিন গুজরান,

কষ্টেই কাটে রাত

মেধা ও মনন ক্ষয় হয় শুধু

যেন সে মরণ প্রপাত।

 

তুমি এসো বীর জামানার পীর

কেটে যাক এই কাল

আঁধারের ঘোর কেটে হোক ভোর, এসো সোনালী সকাল।

১৪/০৫/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.