দোস্ত আলীম, চল চলে যাই - অপ্রকাশিত কবিতাঃ ১৪২

                                                                                         

কবিতা-১৪২ : দোস্ত আলীম, চল চলে যাই

নারে, গুডবাই কামরুন বলে সেই যে বেরিয়ে এলাম সুনন্দা মিছিলে

আর ফেরা হয়নি।

জানি না, মেঘপরীর কান্না হয়ে আজো শ্রাবণ আসে কিনা।

 

কয়দিনের এ দুনিয়া। সবইতো মায়াজাল।

আপন বলে কেউ নেই। চাঁদ, মাটি সব পর। সব, সব। চল, চলে যাই।

 

অচল সওদাগররা বড় বেশী কপট। ভাল্লাগে না। ইচ্ছে করে, যে বাসে ভালো তার ডাকে সাড়া দেই। চলে যাই পারিজাত নন্দন কাননে।

 

মানুষ সুখী হতে না চাইলে কেন আর কুহকিনী মায়াবীর ফাঁদে অযথা পা দেয়া। দানবের সংসারে কোকিলের স্বর আজ বেদনা বিলায়।

 

চল, চলে যাই অমরাবতীর দেশে।

মাটির পরশ ছেড়ে সুনন্দা আরশে।

০১/১১/২০২১   ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.