আমাকে শুধু মুসলমান বানাও - অপ্রকাশিত কবিতাঃ ১৪৩

                                                                                         

কবিতা-১৪৩ : আমাকে শুধু মুসলমান বানাও

হে মালিক, শুধু একটি প্রার্থনা কবুল করো। তুমি বলেছো, "হে মুমীন, তুমি মুসলমান না হয়ে মৃত্যূবরণ করো না।"

ঈমান আনলে মুমীন হয়, কেউ মুসলমান হয়ে যায় না।

মুসলমান সে, যে তোমার হুকুম মানে।

প্রভু, আমাকে তুমি মুসলমান বানাও।

 

প্রভু, এটুকু বুঝ তো তুমিই দিয়েছো, তোমার প্রিয় হাবীবের অনুসরণের বাইরে কোন ইসলাম নেই।

মুসলিম সেই, যে তোমার নবীর অনুসরণ করে। আমাকে তোমার নবীর প্রকৃত অনুসারী বানাও।

প্রভু, আমাকে তুমি মুসলমান বানাও।

 

প্রভু, মুসলমানদের তো একটাই করণীয়, তোমার হুকুম মানা।

তুমি যা করতে বলেছো তা করা এবং যা করতে নিষেধ করেছো তা থেকে বিরত থাকা। কোন অজুহাতেই এর অন্যথা করা যাবে না।

 

তোমার আদেশ চূড়ান্ত। আমার ভাল লাগা মন্দলাগা অর্থহীন।

প্রভু, আমাকে তুমি মুসলমান বানাও।

তোমার কথামত মুসলমান হয়ে মরে গেলেও আমি সফল। তাহলে আমি শুধু মুসলমানই হবো।

প্রভু, আমাকে তুমি মুসলমান বানাও।

 

প্রভু, তুমি কি আমাকে শিয়া হতে বলেছো, সুন্নী হতে বলছো?

তুমি কি আমাকে মাজহাবে বন্দী বলেছো? মুসলমান হওয়ার জন্য কি শিয়া সুন্নী হওয়া জরুরী?

না প্রভু, তবে আমি শিয়া সুন্নী কিছুই হতে চাই না। আমি মুসলিম হতে চাই।

প্রভু, আমাকে তুমি মুসলমান বানাও।

 

হে প্রভু, তুমি তো বলনি, মুসলিম হতে হলে পীরের মুরীদ হতে হবে। আহলে হাদীস হতে হবে। সালাফি হতে হবে, ফেরকাবন্দী হতে হবে।

তাহলে এরা কারা? কারা আকাশের চেয়ে বিশাল আত্মার অধিকারী মুসলমানকে দল, উপদল, ফেরকায় বন্দী করতে চায়?

 

যে লাশারিক আল্লাহর ইবাদাতের বাইরে অন্য কারো ইবাদত করে সে মুসলমান হতে পারে না।

হে আল্লাহ, আমি মুসলমান হতে চাই, কোন ব্রাকেটে বন্দী হতে চাই না।

প্রভু, আমাকে তুমি মুসলমান বানাও।

 

আপনি মুসলিম হবেন কি হবেন না, সেটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। মুসলিম না হলেও সূর্য আপনাকে আলো দেবে। বাতাস আপনাকে অক্সিজেন দেবে। এই সুন্দর পৃথিবী মুসলমানের মতই আপনি ভোগ করতে পারবেন। এই ফুল ফল, নদী ঝরণা, কেউ আপনার সাথে খারাপ আচরণ করবে না।

আপনি যদি মুসলমান না হন তাতে এ পৃথিবীর কিছুই আসবে যাবে না, আপনারও না।

 

কিন্তু ভন্ডামী করবেন না। প্রতারণা আল্লাহ পছন্দ করেন না।

আপনি আল্লাহর হুকুম মানবেন না, কিন্তু মুসলমান বলে গর্ব করবেন, এসব ইতরামি বাদ দেন।

মুসলমান দাবী করলে ইসলাম মানুন।

ফরজ পালন করুন, হারাম বর্জন করুন। আল্লাহর আনুগত্যের স্বীকৃতি দিন।

 

মুসলমানতো অসুন্দরের বদলে সুন্দরের চাষ করে।

অন্যায়ের বদলে ন্যায় প্রতিষ্ঠা করে।

মিথ্যার বদলে সত্য উচ্চারণ করে।

অমঙ্গলের পরিবর্তে মঙ্গল আনে।

মন্দকে ভালোতে পরিণত করে।

 

পৃথিবীর সব অসুন্দর, অশুভ, অকল্যাণ, অমঙ্গল ও মিথ্যার চির শত্রুর নাম ইসলাম।

আপনি এও বলতে পারেন, সব সুন্দর, সব শুভ, সব কল্যাণ, সব মঙ্গল, ও সত্যের আজন্ম সঙ্গীর নাম ইসলাম।

 

আপনি বিজ্ঞ আলেম। আপনার মহল্লায় হরদম চলছে মদ, জুয়া। আপনার পাশের ফ্লাটে চলছে পতিতাবৃত্তি। আপনার মত আলেম তো পরের কথা, আপনার মত মুসলমানেরই কী দরকার এই সমাজের?

 

আপনার মাহফিলে লক্ষ মুমীনের সমাবেশ। আপনি ফরজ রেখে ওয়াজ করছেন নফলের, বিতরণ করছেন বস্তা বস্তা সওয়াব, সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করছেন বেহেশত,

এর নাম কি ইসলাম?

 

দোহাই আল্লাহর। ফজিলতের অমৃত খাওয়া বন্ধ করুন। আপনার ঘরে আগুন লেগেছে, আর আপনি ওয়াজ করছেন, মিষ্টি খাওয়া সুন্নত।

 

হায়রে ভন্ডামী। সওয়াবের বাতাসা আর কত ছিটাবেন? বুজরুকি রাখুন। নামের সাথে লকব জুড়ে আর কত অহংকার করবেন।

আগে মুসলমান হোন। ঘরকে মুসলমান বানান। আত্মীয়দের মুসলমান বানান। মহল্লায় ইসলাম কায়েম করুন।

 

হে আমার বুজর্গানেদ্বীন। মুমীনের চাওয়া একটাই। তারা আল্লাহর ইবাদাত করে মুসলমান হিসাবে মরতে চায়। আপনারা তাদের এ চাওয়াকে বরবাদ করে দিবেন না। তারা আপনার মুরীদ হয় ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়ার জন্য।

আর আপনি ইসলাম ঢুকিয়ে রাখেন দোয়া ও তাবিজের ভেতর।

যে নামাজই পড়ে না তার দোয়ার কি  দরকার? যে আত্মীয়ের হক আদায় করে না, তার দোয়া কি কাজে আসবে?

ওহে আলেম, আপনি কারে দোয়া শিখান?

 

আপনি আলেম হয়েছেন, পীর হয়েছেন, কিন্তি আপনি কি মুসলমান হয়েছেন? আল্লাহর সব সৃষ্টি কি আপনার হাতে নিরাপদ?

 

না হলে বলুনঃ কিচ্ছু চাই না প্রভু, শুধু আমাকে তুমি মুসলমান বানাও।

মুসলমান বানাও। মুসলমান বানাও।

২৪/০৫/২০২১   রাত ৩টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.