ভালবাসি - অপ্রকাশিত কবিতাঃ ১৪১

                                                                                         

কবিতা-১৪১ : ভালবাসি

আমি বিশ্বাস করি, পৃথিবীর তাবৎ মানুষ

আদি পিতা আদম আ.ও মা হাওয়ার সন্তান।

হতে পারে আমাদের দেশ ভিন্ন

হতে পারে ভাষা ভিন্ন

হতে পারে ধর্ম ভিন্ন

কিন্তু আমরা অভিন্ন রক্তের বন্ধনে আবদ্ধ।

আমাদের আদি পিতা- এক

আদি মাতা- এক

আমাদের সবারই রক্ত একই রকম লাল।

তদুপরি, আমরা কেউ অবিনশ্বর নই।

ফলে, আমাদের পারস্পারিক হানাহানি অনর্থক, মূল্যহীন।

 

প্রতিটি মানুষের চেহারা ভিন্ন,

ভিন্ন কন্ঠস্বর, ভিন্ন চোখের দ্রাঘিমা।

কিন্তু আমরা পরষ্পর পরমাত্মীয়।

 

আমাদের একটাই পরিচয়,

আমরা মানুষ। আমাদের স্রষ্টা এক। সবার জন্য একটাই চাঁদ,

একটাই সূর্য এবং অভিন্ন রাত্রি দিন, অভিন্ন পিপাসার জল।

 

শুধু, তোমার ঘরে তুমি থাকো,

আমার ঘরে আমি।

ফলে, আমরা একাধারে অভিন্ন

কিন্তু প্রত্যেকেই আলাদা।

এই সাযুজ্য ও বৈপরীত্যের নামই জীবন।

 

অতএব, ঘৃণা নয়, বিদ্বেষ নয়

এসো, পরষ্পর পরষ্পরকে

ভালবাসতে শিখি।

নাও, ধরো, হাতটা ধরো।

দেখো, পরমানন্দে লাফাচ্ছে ধমনী আর বিরামহীন চিৎকার করে বলছে, ভালবাসি, ভালবাসি, ভালবাসি।

৩১/১০/২০২১   বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.