সুখ বিলাস - অপ্রকাশিত কবিতাঃ ১৯০

                                                                                                  

কবিতা-১৯০ : সুখ বিলাস

সুখ কী, তাও জানো না?

সুখ এক ফোঁটা গভীর নীল বেদনাসাগর।

বিজয়ী ভ্রূণটি যতোটা কষ্ট একজন মাকে দিতে পারে, মা শুধু ততোটা সুখই পেতে পারে।

 

আমার পীড়নে তুমি যতোটা কষ্ট পাও, সুখ তার সমান।

ঘাম না ঝরিয়ে সুখ কেনা যায় না।

তুমি কতোটা সুখ চাও? হাত পাতো।

এই নাও, তুমি যতোট দুঃখ নিতে পারবে ততোটা সুখ নিয়ে সুখী হও। দুঃখের সমপরিমান পরিতৃপ্তির নাম সুখ বিলাস।

 

যে শিরোপা জয়ের সুখ পায় সে জানে কত কষ্টের নদী ও সাগর পেরিয়ে তা পেতে হয়।

না, দুঃখ দেখে আশাহত হতে নেই, দুঃখ হচ্ছে সুখের আগমনী গান।

যেমন রাত প্রস্ফুটিত দিবসের ঘোষণা দেয়।

সুখ পেতে চাওদুঃখগুলো গিলে ফেলো।

০৭/০১/২০২২ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.