এক শহীদের মায়ের ঈদ - অপ্রকাশিত কবিতাঃ ১৮৯

                                                                                                  

কবিতা-১৮৯ : এক শহীদের মায়ের ঈদ

মা, অমা। এইতো আমি।

তোমার আনন্দ। তোমর সুখ। তোমার ঈদ।

 

বিশ্বাস করো মা, জল্লাদ আমাকে খুন করতে পারেনি। জল্লাদ যখন আমাকে ফাঁসির রশি পরাচ্ছিল, তখন অলৌকিক স্বপ্নের মত একটা সোনার কবুতর মুহূর্তে রাজহাঁস হয়ে গেল। পলকে তা হয়ে গেল মায়াহরিণ।

মায়া হরিণ থেকে উড়ন্ত ঘোড়া।  মুহূর্তে আমি সে অপরূপ বাহনে চড়ে এক অনিন্দ্য রাজপ্রাসাদের মত অট্টালিকায় পৌঁছে গেলাম।

কে যেন মিহিকন্ঠে বললো, এটাই আপনার বাড়ি।

 

সে বাড়ির রূপ তুমি তিনশ বছরেও কল্পনা করতে পাববে না।

মাগো, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে ওই মহলে।

ওখানে আজ ঈদ হবে। কত মহীয়সী আসবেন সেখানে।

আসবেন শোহাদা ও বেহেশতি ইনসান।

মেহমান হয়ে আসবেন নবী ও পয়গম্বরগণ।

 

 

শাহী ঈদগাহে প্রতিটি শহীদমাতার জন্য থাকবে  বিশেষ আয়োজন।

জলদি চলো মা।

 

মা, বিশ্বাস করো, রাজজল্লাদ কখনো কোন শহীদকে হত্যা করতে পারেনি, পারবেও না কোনদিন।

 

মা হাসেন, জানিরে বাপ। চল।

 

মাকে নিয়ে বেহেশতী ঈদগাহে ছুটে যান মৃত্যুহীন প্রাণ।

১০/০১/২০২২ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.