অদম্য আমি - অপ্রকাশিত কবিতাঃ ২৪৮

                                                                                                              

কবিতা-২৪৮ : অদম্য আমি

হৃদয় সাগরে প্রচন্ড ঢেউ উঠেছে।

ঢেউ উঠেছে প্রচলিত নষ্টামীর বিরুদ্ধে।

বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘুর্ণিঝড়ের মত এ ঢেউঝড়

সমাজকে তছনছ করে দিতে চায়। ভেঙে চুরমার করে দিতে চায় পাপের আস্তানা।

গরীবের হক মেরে যারা লুটপাট করছে, ফুটপাতে নিরন্ন মানুষ রেখে পাঁচতারা হোটেলে উলঙ্গ নৃত্য করে উন্নয়নের ঢোল বাজাচ্ছে, বিদেশে গড়ে তুলছে সুরম্য অট্টালিকা, তাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে হৃদয়।

 

ধানের ক্ষেত নষ্ট করে পাঁজেরো চালানোর মহাসড়ক নির্মাণ করে যারা চালের দাম বাড়াচ্ছে তাদেরকে কিছুতেই আর সহ্য করতে পারছি না।

ক্ষমতায় থাকার জন্য মায়ের বুক খালি করার রাজনীতি আর চাই না।

 

তাই দরকার একটা প্রচন্ড গণজোয়ার।

আসুক ঢেউয়ের পর ঢেউ।

ভেঙে যাক দুর্নীতির সকল আখড়া।

সুদের অক্টোপাশ থেকে বেরিয়ে আসুক সমাজ। অসভ্য সেঞ্চুরিয়ানরা ডুবে মরুক ঢেউয়ের তান্ডবে।

 

ঘুষখোররা 'বাঁচাও, বাঁচাও' বলে চিৎকার করুক।

প্রতারকরা খড়কুটোর মত ভেসে যাক ভন্ডামীর জাহাজসহ।

না, আর সয় না গরীর মারার মহা উৎসব।

প্রতিটি বুকের ভেতর ফুঁসছে ঘৃণার পাহাড়।

আগ্নেয়গিরির লাভা হয়ে সে পুড়িয়ে ফেলতে চায় পাপের নগর।

 

কে টেক্সের টাকা দিয়ে বারুদ কেনে? বাহিনীর হাতে হাতে অস্ত্র শোভা পায় কি মাছি মারার জন্য?

বুঝি। সব বুঝি। পিপীলিকার পাখা ওঠে মরিবার জন্য।

 

ইরানের শাহের মত তার বিদেশী মিত্ররা পালাবে দেশ ছেড়ে। শুধু একটা প্রচন্ড গণজোয়ারের অপেক্ষা।

 

আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর পিছানোর জায়গা নেই।

এবার এগুতেই হবে।

আইয়ামে জাহেলিয়াতের সময় মানুষের সৌভাগ্য হয়েছিল,

তারা একজন নবী পেয়েছিল।

হেরার গুহা থেকে বিচ্ছুরিত হয়েছিল আলো।

দূর হয়েছিল আইয়ামে জাহেলিয়াত।

 

যারা তাঁর অনুসারী বলে দাবী করো, এবার তাদের প্রমাণ দেয়ার পালা। তোমাদের সৌভাগ্য, তোমাদের হাতে আছে সেই কোরআন, সেই সুন্নাহ। আর বিশ্বাসী মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী জাহেলিয়াত।

 

যদি নবীর অনুসারী হও তবে তোমাদের দায়িত্ব বেলালকে দুর্বৃত্তের কবল থেকে উদ্ধার করা।

নিরন্ন মানুষকে বাঁচানোর একমাত্র উপায় জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা।

 

সবাইকে পরিষ্কার বলে দেয়া, যারা পড়শিকে অভুক্ত রেখে পেটপুরে খায় তারা আমার দলের কেউ নয়।

 

যদি মুমীন হতে চাও, পিতামাতার খেদমত করো, আত্মীয়ের হক আদায় করো, এতীমের মাল আত্মসাৎ করা বন্ধ করো। নইলে তোমার নামাজ রোজা কোন কাজে আসবে না।

 

এই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। আর তখনি তুমি জয়ী হতে পারবে, যখন তোমার সঙ্গী হবেন আল্লাহ। আর তখনি তোমার সঙ্গী হবেন আল্লাহ, যখন তুমি মেনে চলবে

ফরজ ওয়াজিব ও হালাল হারাম।

 

ফরজ ওয়াজিব ও হালাল হারামের বিধান চালু না করা পর্যন্ত তোমাদের যুদ্ধ চলবে বাতিলের বিরুদ্ধে।

এ ছাড়া বন্ধ হবে না গরীব লুন্ঠন, নষ্টামী, ভন্ডামী, দূর হবে না দুরাচার।

 

আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার ক্রোধ, আমার ঘৃণা, প্রচন্ড ঝড়ের বেগে ছুটে যাচ্ছে নষ্টামীর বিরুদ্ধে। পাপাচারের সবকটি পথ বন্ধ না করে সে থামবে না। না, থামবে না।

১৮/০১/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.