পৃথিবী বাঁচাও - অপ্রকাশিত কবিতাঃ ২৪৯

                                                                                                              

কবিতা-২৪৯ : পৃথিবী বাঁচাও

একটা সমাজ মদ ও মেয়ে নিয়ে মেতে থাকবে, তা কখনোই হতে পারে না।

এটা সমাজ নয় অসভ্য সমাজ।

 

সভ্যতা কখনো তা মেনে নেয়নি,

মেনে নেয় না। যতবার পৃথিবীতে অসভ্যতা ফেনায়িত হয়েছে, ততোবারই আল্লাহর গযব এসে তা মিসমার করে দিয়েছে।

 

আমি নিশ্চিত, এ অসভ্যতা আর বেশীদিন সহ্য করবেন না প্রভু।

সমাজ আবার মানুষের বসবাসযোগ্য হবেই।

কখনো কি শুনেছেন, আইয়ামে জাহেলিয়াতে পিতা পুত্রী আর মা ছেলের কুকর্মের বর্ণনা?

কিন্তু বর্তমানে এটাও হচ্ছে। মেয়ের বদলে শাশুড়ি পালিয়ে যাচ্ছে যুবক জামাইয়ের সাথে।

 

যেন মানুষ নয়, আমরা কুকুরের সমাজে বসবাস করছি।

আসুন, গযব আসার আগেই আমরা উপড়ে ফেলি এ পাপাচার। উপড়ে ফেলি অসভ্য সমাজ।

 

নেট দুনিয়ার সুযোগে এখন মানুষ বলাৎকারের বিজ্ঞাপন দেয়।

ইতিহাসে বিলুপ্ত হয়েছে যেসব জাতি, এই বর্বরতাই ছিল তাদের ধংসের কারণ।

এসব লুকিয়ে রাখা মানেই, অনিবার্য ধংসের পথ উন্মুক্ত করে দেয়া।

আমরাও কি তবে ইতিহাস হয়ে যেতে চাই?

 

না, মরণ কবুল করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সর্বশেষ সময় পার হচ্ছে। এখনি না দাঁড়ালে প্রকৃতি আমাদের ক্ষমা করবে না।

আসুন, বাঁচার জন্য আরেকবার লড়াই করি।

 

মিছিল কোন সরকারের বিরুদ্ধে নয়, এবার আন্দোলন হোক সামাজিক অনাচারের বিরুদ্ধে। অশ্লীলতার বিরুদ্ধে। যুবকরা নেমে আসো রাস্তায়। মাতা ও ভগ্নিরা বটি হাতে রুখে দাড়াও লম্পট বাহিনীর বিরুদ্ধে। মসজিদ থেকে বের করে দাও ঘুষ ও সুদখোরদের।

 

পাড়ায়, মহল্লায় মদের দোকানগুলোকে পুষ্পবিতান বানাও। ফুলের চাষ করো।

সৌজন্য বিনিময় করো ফুল দিয়ে।

নিজেরা মানবিক হও। মানবিক সমাজ বানাও।

 

ভালবাসা বিলিয়ে দাও প্রতি ঘরে ঘরে, প্রতি অন্তরে।

নিজে বাঁচো, পৃথিবী বাঁচাও

২০/০১/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.