আমি আবার কবিতা লিখবো - অপ্রকাশিত কবিতাঃ ২৪৭

                                                                                                              

কবিতা-২৪৭ : আমি আবার কবিতা লিখবো

আমিও কবিতা লিখতাম। তখন কবিতা লেখার বয়সও ছিল, পরিবেশও ছিল।

 

যে যুবক মিছিলে যায় না সে কবিতার কী বুঝবে? একদিন আমি যুবক ছিলাম। নিজেই কবিতা ছিলাম।

কলাভবনের টগবগে কবিতা।

এখন সে বয়সও নেই, পরিবেশও নেই।

 

এখন আমার রাত কাটে খাটে।

দিন কাটে বিছানায়। পুরোনো দিনের কথা জাবর কাটতে গেলে মনে পড়ে ঊনসত্তুরের কথা।

সত্তুরের নির্বাচন। একাত্তুরের যুদ্ধ। তখনো স্কুলে পড়ি। হাতে নিয়েছিলাম অস্ত্র।

স্বৈরাচারী এরশাদকে তাড়ানোর সে দিনগুলো ছিল খুবই এক্সাইটিং।

 

মনে পড়ে যায় পচাত্তুরের কথা।

পচাত্তুরে এই ঢাকা শহরেই দেখেছি জনতার উল্লাস। মিষ্টি বিতরণের ধুম। জনতার হিরো মরার আগ অব্দি আমরণ ক্ষমতায় ছিলেন। কেউ তার আমরণ ক্ষমতায় থাকার সাধ কেড়ে নিতে পারেনি।

 

সাইমুম আজ ইতিহাস। ইতিহাস বিপরীত উচ্চারণ। ইতিহাস ফুলের সাথে দিন কাটানো অধ্যাপনা। প্রীতি প্রকাশন, ফুলকঁড়ি, বাংলা সাহিত্য পরিষদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, আলমানার।

 

আজ শুয়ে শুয়ে ভাবি, ডা. মিলন, রাউফুন বসুনিয়া এরা সবাই কি মারা গেছে? তিতুমীরের সাহস, আসাদের বীরত্ব কি কোন উত্তরাধিকার রেখে যায়নি?

 

লকলক করে বাড়ছে স্বৈরাচার। গুমের পর গুম হচ্ছে বাংলার তারুণ্য। মিছিলে গুলি। আলেমের ওপর জুলুমের প্রগতিশীল ষ্টীমরোলার চলছে।

আসাদ ও মতিউররা কি জেগে উঠবে না?

 

না। আমি আমার পিতার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না।

আমাদের সোনালী অতীত, শহীদ মালেকের শাহাদাতকে ভুলে যেতে পারি না। ঐতিহ্য ভুলে যেতে পারি না।

 

এবার রাজপথ কাঁপিয়ে তুলবে আমার সন্তানরা। তারা প্রস্তুত হচ্ছে। নতুন ইতিহাস তারাই গড়বে। তাদের জন্য আমি আবার কবিতা লিখবো।

 

সত্যি, আমি এবার নতুন কবিতা লিখবো। কবিতা লিখবো বিপ্লবের। কবিতা লিখবো সাহসের। কবিতায় লিখবো বুলেট গিলে ফেলা যুবকের কথা।

১৩/০১/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.