পদ্মা মেঘনা যমুনার তীরে - অপ্রকাশিত কবিতাঃ ২৩৩

                                                                                                           

কবিতা-২৩৩ : পদ্মা মেঘনা যমুনার তীরে

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা একদিন শিবির গড়েছিলাম।

সেই শিবির এখন তিস্তা কর্ণফুলি সুরমা পার হয়ে বিস্তৃত হয়েছে বাংলাদেশের সবকটি পলিময় মৃত্তিকা ও জলাভূমিতে।

টেকনাফ থেকে তেতুলিয়া, শাহজালাল থেকে খানজাহান সবকটি জনপদে শিবিরের সৌরভময় সুবাতাস বইছে।

মীর কাসেমের সতেরো সওয়ারের ভালবাসা জয় করে নিয়েছে নির্যাতীত নিপীড়িত অসহায় কোটিপ্রাণ।

 

যুথবদ্ধ প্রেমগোলাপ এখন আর অসহায় নয়, তারা এখন অসহায়ের আশ্রয়।

বন্যা, ঝড়, সাইক্লোন সবখানে ছড়িয়ে পড়েছে শিবিরের মমতাময় হাত। এই মমতার নামই জীবন, এই মমতার আরেক নাম মায়া।

 

প্রিয় নবীর মায়া যেমন বিশ্বকে জয় করে নিয়েছিল, শিবিরের মায়ায় তেমনি মিশে আছে মায়ের আদর।

প্রতারক প্রগতিশীলরা প্রতারণা ও ঘৃণা দিয়ে ভরে ফেলেছে বিশ্ব, শিবির সেখানে নিয়ে এসেছে আবে জমজমের শীতল পানি।

 

হে জগতবাসী, জেনে রাখো, কোন প্রতারকের মতবাদে বিশ্বে শান্তি আসবে না, শান্তি ও স্বস্তি শুধুমাত্র জমা আছে আল কোরআনে।

শান্তি শুধু স্রষ্টার বিধানে। আকাশ তাঁর বিধান মানে বলেই মাথার ওপর ভেঙ্গে পড়ে না, গাছ তাঁর হুকুমে অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। তাঁর হুকুমে পাখি গান গায়।

 

আমাদের ভালবাসেন বলে তিনি আমাদের দিয়েছেন জোসনাময় রাত আর কর্মময় দিন। দিয়েছেন সুরভিত ফুল ও হৃদয়ভরা দরদ। দিয়েছেন প্রেম আর ভালবাসা।

 

পূব আকাশ রঙিন করে সূর্য সকালের নাম শিবির। ভোরের ঘুম জাগানিয়া পাখির কাকলি শিবির।

শিবিরের প্রতিটি যুবকের অন্তরে যে হৃদয় আকাশ আছে সেখানে শত শত আসমান ভরে রাখা যায়।

 

মমতার মত রক্তিম ফুল ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রতিটি স্কুলে শিবির, কলেজ ভার্সিটিতে শিবির, আলিয়া মাদ্রাসায় শিবির, কওমী মাদ্রাসায় শিবির। মসজিদের প্রতিটি কাতারে শিবিরের সাম্পান। এই সাম্পান আমাদের নিয়ে যাবে আলোর দরিয়ায়

 

একেকটা শিবির যেন একেকটা পৃথিবী। সেই পৃথিবীতে চোখ মেলবে হিরন্ময় ইসলাম। সে শিশুকে বুকে নেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে নিপীড়িত মানব সমাজ।

২২/১১/২০২২ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.