প্রতিটি আনন্দের নাম কবিতা - অপ্রকাশিত কবিতাঃ ২৩৪

                                                                                                           

কবিতা-২৩৪ : প্রতিটি আনন্দের নাম কবিতা

সারাটা জীবন কবিতার পিছনে ঘুরলাম। কিন্তু পেলাম কি?

আমি এখন হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছি। কবিতা মাথায় হাত বুলিয়ে বলল, এইতো আমি।

 

মানে? চমকিত হয়ে বললাম, কোথায়?

 

এই যে যন্ত্রণায় কেউ মাথায় হাত বুলাচ্ছে এর নাম কবিতা।

আমি স্তম্ভিত হয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ চুপ থেকে সে বললো, কি ভাবছ?

ভাবছি এটা কি বললে তুমি?

তুমি আমার দিকে তাকিয়ে স্মিত হেসে বললে, তুমি জানো, পৃথিবীর সবচে কঠিন যন্ত্রণাদায়ক কাজ হলো সন্তান জন্মদান। কিন্তু জ্ঞান ফেরার পর মা যখন দেখে বুকের ওপর শুয়ে আছে কবিতার নতুন মুখ, তখন মার প্রস্ফুটিত যে বেহেশতী আনন দেখতে পাও তার নাম কবিতা

কখনো কখনো তোমার নরম হাতের স্পর্শও কবিতা।

 

একফোঁটা বৃষ্টি তোমাকে ভিজতে বললো, বৃষ্টির জলে ভিজে তুমি যে তৃপ্তি পেলে তার নাম কবিতা।

মানে, প্রতিটি আনন্দই কবিতা। হোক সে ছোট, হোক বিশাল।

 

আত্মীয় পরিজন পরিবেষ্ঠিত হয় প্রথম যখন আমার চোখের দিকে তাকিয়েছিলে তখন কবিতা দেখতে পাওনি?

বিশ্বাস করো, তুমি ভালো হয়ে যাবে।

যখন ভালো হবে তখন আমি তোমার গলায় প্রজাপতির মালা ঝুলিয়ে দেবো।

তখন তুমি বলবে, হ্যাঁ, হ্যাঁ আমিও কবিতা দেখেছি। প্রতিটি আনন্দের নাম কবিতা।

২৪/১১/২০২২ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.