প্রভু, প্রেমিক বানাও - অপ্রকাশিত কবিতাঃ ২৩২

                                                                                                           

কবিতা-২৩২ : প্রভু, প্রেমিক বানাও

তোমাকে ভালবেসে আমি অমর হয়ে যেতে চাই। ঠুনকো ভালবাসা নয়।

লাইলী মজনু বা শিরি ফরহাদের মত ভালবাসা নয়, মনসুর হাল্লাজের মত তীব্র আবেগময় ভালবাসা।

যে ভালবাসার কথা লেখা থাকবে আরশ মহল্লায়।

 

দুধের মত টগবগে ভালবাসা পাতিল উপচে পড়বে, সে ভালবাসা দিয়ে গড়ে উঠবে প্রেমের তাজমহল।

কবরের নিস্তব্ধতা ভেদ করে সেখানে ভেসে আসবে পাখির গান।

মহুয়া বাতাসে ভাসবে ফুলের মাদকতাময় সুবাস। আমি তেমন করে তোমাকে ভালবাসতে চাই।

 

পুকুরের শান্ত জলে যেমন আকাশ ভাসে, আমিও তেমন করে ভাসতে চাই তোমার প্রেম সাগরে।

মিশে যেতে চাই তরকারীতে লবণের মত।

আমি তোমাকে ভালবেসে তোমার পথে বার বার শহীদ হতে চাই।

 

হে প্রিয়,

এসো আমরা আশেক মাশুক হয়ে যাই।

 

তুমি ভালবেসে আমাকে পাঠিয়েছিলে মায়ের উদরে আর সেখান থেকে দুনিয়ায়। তুমি তোমার নাম রেখেছো রহীম রাহমান। আমি আশার তরী নিয়ে বসে আছি তোমারই দরগায়।

আমি তোমার অধম বান্দা হওয়ার পরও তুমি আমাকে ভালবেসে তোমার খলিফার মর্যাদা দিয়েছো।

দোহাই লাগে, তোমার এ সীমাহীন প্রেমের বদৌলতে আমাকে তোমার প্রেমিক বানিয়ে নাও।

প্রভু, প্রেমিক বানাও।

১৫/১১/২০২২  ১:১৮মি

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.