বাঙালিয়ানা - অপ্রকাশিত কবিতাঃ ১৩৩

                                                                                       

কবিতা-১৩৩ : বাঙালিয়ানা

আরো এক সপ্তাহ লুডু খেলার ছুটি পাওয়া গেল।

করোনা ডাউন, ছুটি আপ, নাকি ছুটি ডাউন, করোনা আপ?

মেয়ে বলল, বাবা, মাকে খিচুড়ি রাঁধতে বলো।

গিন্নি খাটে বসে চেঁচিয়ে বললেন, আকলিমা, খিচুড়ি বসা।

সাথে ইলিশ ও বেগুন ভাজা দিস।

 

এ বাসার সম্রাট এখনো গিন্নি।

তিনি ইংরেজিতে বাংলার জন্য ভাষণ দিয়ে এলেন।

এখন বসে হিন্দি সিরিয়াল দেখছেন।

এরই নাম বঙালিয়ানা।

 

উফ, একটা সপ্তাহ ঘরে বসে থাকতে হবে?

তা কেন মা। তোমারতো ইমারজেন্সি কার্ড আছে। আমাদের ভার্সিটি না হয় করোনার জন্য বন্ধ, লেডিস ক্লাবতো বন্ধ না। বোর লাগলে রাতে ওখানে চলে যাবে।

আর তুমি চাইলে আমাদের সাথে দাবাও খেলতে পারো। ঝুমা খালাকে বললেই চলে আসবে।

 

বলছিলাম লকডাউনের কথা।

ছেলেমেয়েরা দারুণ এক্সাইটেড।

মরিয়মের মা কাজে আসেনি।

তার সাহেবও বেরোয়নি রিক্সা নিয়ে।

তাদের ঘরে খাবার নেই। ভাত নেই, রুটি নেই।

কিছু কিনে খাবে টাকাও নেই।

 

মানুষ মানুষের জন্য।

সত্যি খারাপ লাগে ওদের জন্য।

আমরাতো নাস্তিক। দান করলেও লাভ নেই। সওয়াব পাবো না।

 

যা মা, লালিকে খাবার দেয়ার সময় হয়েছে। তোর মা সিরিয়াল দেখুক। আমরা লুডু খেলি।

আরো এক সপ্তাহ লুডু খেলার ছুটি পাওয়া গেল। কি বলিস!

মেয়ের চোখে আনন্দের পূর্ণিমা।

০৩/০৪/২০২১   ৩টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.