সুখের বড়ি - অপ্রকাশিত কবিতাঃ ১৩২

                                                                                       

কবিতা-১৩২ : সুখের বড়ি

তুমি আমায় যতোই ভাবো পর

তোমার বাড়ির পাশেই তবু

আমার কুঁঘেঘর

আমি একাব্বর।

 

তুমি মস্ত ধনী।

কানাডাতে থাকে এখন

তোমার চোখের মনি।

তোমার রান্না এখন শুনি

কুকুর বিড়াল খায়।

টাকি মাছের ভর্তা নিয়া

কান্দে পোলার মায়।

 

হাসপাতালে তোমায় যখন

নিয়ে গেলাম আমি

তোমার পোলার তিনটা গাড়ি

সবই অনেক দামী।

আমার ভাঙা ভ্যানগাড়িতে

হাসপাতালে গেলে

বললে,পাখা থাকলে আসতো

ওড়ে আমার ছেলে।

 

হায়রে জীবন হায়।

মা-বাপ রেখে তবু পোলা

বিদেশ চলে যায়।

বিদেশে কি সুখের বড়ি

কিনতে পাওয়া যায়?

২/০৪/২০২১   ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.