অনন্ত যুদ্ধক্ষেত্রে আমরা - অপ্রকাশিত কবিতাঃ ২৪৫

                                                                                                             

কবিতা-২৪৫ : অনন্ত যুদ্ধক্ষেত্রে আমরা

এ পৃথিবী এক অনন্ত যুদ্ধক্ষেত্র।

মানুষের সৌভাগ্য যে, এ যুদ্ধে সে চাইলেই এমন এক সঙ্গী পেতে পারে, যাকে হারানোর ক্ষমতা কারো নেই।

দুর্ভাগ্য মানুষের, অনেকেই সে সাহায্য পাওয়ার চেষ্টাই করে না।

 

কে না জানে, আজাজিল মানুষের প্রকাশ্য দুশমন? সে আঘাত হানে, ডান, বাম, উপর, নীচ সর্বদিক থেকে।

যেদিন আমরা মায়ের উদর থেকে নেমে এসেছি এ ভয়ানক যুদ্ধক্ষেত্রে সেদিন থেকে মৃত্যু অবধি আমরা আমরণ লড়াইয়ের ময়দানে সংঘাতে রত থাকি।

 

সামান্য অসতর্কতা, সামান্য অমনোযোগই আমাদের পরাজয়ের কারণ হতে পারে।

মনে রাখতে হবে, ঈমান আমাদের অস্ত্র। কোরআন আমাদের বর্ম।

আমরা জানি, আমরা তাঁরই সৈনিক, যার হুকুম ছাড়া একটা ফুলের টোকাও কেউ কাউকে দিতে পারে না।

 

তিনি আমাদের জানিয়ে দিয়েছেন, যারা নিজেকে রক্ষার জন্য চেষ্টা করে না, তিনিও তাদের রক্ষার জন্য কিছুই করেন না। অতএব আসুন আমরা নিজেদের আত্মরক্ষার সমুদয় ব্যবস্থা গ্রহণ করি।

 

আমরা দৃপ্ত কন্ঠে ঘোষণা করি:

রাসূল আমাদের নেতা

কোরআন আমাদের সংবিধান

ইসলাম আমাদের জীবনবিধান।

আল্লাহ আমাদের সহায়।

জীবন চলার প্রতিটি ক্ষেত্রে শয়তানকে আমরা পরাজিত করবোই।

অন্ধকারকে পরাজিত করে আমরা আলোর বিজয় আনবো।

যতোক্ষণ অন্ধকার দূর হয়ে আলোয় আলোয় ভরে না উঠবে এ পৃথিবী, ততোক্ষণ আমরা শান্ত হবো না, স্থবির হবো না।

হয় শাহাদাতের পেয়ালা পান করে ছিনিয়ে নেবো চূড়ান্ত বিজয় নতুবা লড়াই করে গাজীর শিরোপা নিয়ে হাজির হবো পবিত্র আরশ মহল্লায়।

কেউ আমাদের পরাজিত করতে পারবে না।

 

আমি জানি, আমি না খেলে যেমন আমার উদর থাকবে খালি তেমনি আমি পূণ্য অর্জন না করলে অসীম শূন্যতা ছাড়া আমি আর কিছুই পাবো না।

 

অতএব আসুন, বিজয়ের জন্য পা বাড়াই। আমাদের প্রতিটি পদক্ষেপ হোক দৃঢ় থেকে দৃঢ়তর। আল্লাহর ওপর অটুট আস্থা ও বিশ্বাস হোক আমাদের চালিকাশক্তি।

০৩/০১/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.