আমি কান্নার স্বাধীনতা চাই - অপ্রকাশিত কবিতাঃ ২৪৬

                                                                                                              

কবিতা-২৪৬ : আমি কান্নার স্বাধীনতা চাই

আমার আর কিছুই ভাল্লাগে না।

সারাক্ষণ মৃত্যু আতঙ্ক তাড়া করে আমাকে।

কানে বাজতে থাকে গুম হওয়া ভাইয়ের অসহ্য চিৎকারধ্বনি। চোখের সামনে ভাসতে থাকে গুলি খাওয়া ভাইয়ের রক্ত ও লাশ।

এইসব দেখতে দেখতে আমি আজ শয্যাশায়ী।

 

মনে হয় পাগল হয়ে যাবো।

একাকী পড়ে আছি বিছনায়।

হার্ট এ্যাটাকে অর্ধেক শরীর অবশ হয়ে গেছে।

শুনতে পেলাম মায়ের চিৎকার।

আমার একমাত্র ছোটবোন তিনদিন আগে কলেজে গিয়েছিল। ফেরার পথে কে বা কারা তাকে অপহরণ করে।

আজ খবর এলো মরারচরে পড়ে আছে তার লাশ। আহা, ধর্ষণের আগে তার মিনতিমাখা আকুতি নরপশুদের উল্লাস নাকি আরো বাড়িয়ে দিয়েছিল।

 

খবরটা দিয়েছে মুজাম পাগলা। আমার মতো সেও কি এইসব বিভৎসতা দেখে পাগল হয়ে গেছে?

কিসের গনতন্ত্র? কিসের ভোট?

 

আমি আমার গুম হওয়া ভাইকে ফেরত চাই। পুলিশের হেফাজত থেকে ভাইয়ের লাশ চাই। আমি আমার ধর্ষিতা বোনের ইজ্জত ফিরে চাই। তুমি যতবার ইচ্ছা ভোট চুরি করো আমি কিছুই বলবো না, শুধু আমার ভাই ও বোনকে ফিরিয়ে দাও। আমার মায়ের কান্না থামাও।

 

কথা দিচ্ছি, আমি আর কবিতা লিখবো না, আমার ফেরারী বাবাকে ঘরে ফিরে আসতে দাও। তোমার সোনার ছেলেরা বাবার যে সম্পত্তি দখল করেছে তা ফেরত দাও।

 

আমাকে চিৎকার করে কান্নার অধিকার দাও। আমি শুধু গলা ছেড়ে কান্নার স্বাধীনতা চাই।

০৫/০১/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.