যেতে হবে হিরন্ময় নগরে - অপ্রকাশিত কবিতাঃ ২৪১

                                                                                                             

কবিতা-২৪১ : যেতে হবে হিরন্ময় নগরে

সমুদ্রের ওপাড় থেকে ডাক এসেছে।

ওঠো। জাগো। তোমাকে যেতে হবে সমুদ্র পাড়ি দিয়ে এক হিরন্ময় নগরে।

 

জিয়ল মাছের মত তোমাকে দেয়া হয়েছে টগবগে যৌবন। এ যৌবনকে কাজে লাগিয়ে পাড়ি দিতে হবে ভবসমুদ্র।

 

ওঠো। দাঁড়াও। ঝাঁপ দাও সমুদ্রের নীল জলে। এ সমুদ্রের তলদেশে আছে অঢেল হীরা ও মনি মুক্তা।

যার নাম পূণ্য। কুড়িয়ে নাও।

যতো পারো কুড়িয়ে নাও।

 

তারপর তোমার নিষ্প্রাণ দেহ রেখে আসা হবে অন্ধকার কবরে। সেখানে কোন আলো থাকবে না পূণ্যবাতি ছাড়া।

তারপর তোমাকে দাঁড় করিয়ে দেয়া হবে হাশরের মাঠে। হিসাব নেয়া হবে কতটা রূপপাথর তুমি কুড়াতে পারলে। কাঙ্খিত পরিমান পাথরের সঞ্চয় দেখাতে পারলে তোমাকে পাঠানো হবে অনিন্দ্য সুন্দর সবুজ উদ্যানে।

আর যদি তোমার কাছে পাওয়া যায় কর্দমাক্ত গলিজ তবে তোমার ঠিকানা হবে ভয়ংকর আজাবের ঘর।

 

হে মানব মানবী! ওঠো। দাঁড়াও। তোমার প্রয়োজনীয় পাথেয় সংগ্রহে অলসতা করো না। কার্পণ্য করো না। উদাসীন থেকো না।

 

সমুদ্রের ওপাড় থেকে ডাক এসেছে।ওঠো। জাগো। তোমাকে যেতে হবে সমুদ্র পাড়ি দিয়ে এক হিরন্ময় নগরে।

১২/১২/২০২২  বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.