ঘোরলাগা অই চোখ - অপ্রকাশিত কবিতাঃ ২০৮

                                                                                                      

কবিতা-২০৮ : ঘোরলাগা অই চোখ

অই চোখে ঘোরলাগা শীতের বিকেল

অই চোখে চঞ্চলা প্রজাপতি ভোর

অই চোখে খেলা করে স্নিগ্ধ ময়ূর

অই চোখে কোকিলের সুবাসিত সুর।

 

অই চোখে বৈশাখি প্রলয় দোলা

অই চোখে বর্ষার জলবতী নদী

ঘুঘুডাকা অই চোখে ক্লান্ত দুপুর

যার মায়া লেগে রয় হৃদয় অবধি।

 

অই চোখ শিল্পীর চারু কারুকাজ

অই চোখ জান্নাতী বিশুদ্ধ সমাজ

অই চোখ টলোমলো শাপলার বিল

অই চোখ ঘোরলাগা বিমুগ্ধ নিখিল।

 

অই চোখে আহা আমি যতোবার চাই

বার বার আমি শুধু নিজেকে হারাই

মনে হয় অই চোখ প্রেমের নগর

ফুলবতী বাগানের গোলাপ টগর।

 

অই চোখ হাওয়া আর আমি কি আদম?

নাকি অই চোখেই থাকে ভুলের বিভ্রম।

১৪/০৬/২০২২ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.