যেদিন আমার মরণ হবে - অপ্রকাশিত কবিতাঃ ২০৯

                                                                                                      

কবিতা-২০৯ :  যেদিন আমার মরণ হবে

যেদিন আমার মরণ হবে সেদিন

কি ঘটবে আমি জানি। প্রথমে পৃথিবীর বুক থেকে আমার

নামটা মুছে ফেলা হবে।

পদ পদবী মুছে ফেলা হবে।

যশ ও খ্যাতির জন্য এতদিন যা করেছি

সব নিশ্চিহ্ন করা হবে।

মানুষের পরিবর্তে আমি হয়ে যাবো  'লাশ'

 

অথচ একটু নামের জন্য আমি কী না করেছি।

আমার মেধা ও যোগ্যতার সবটুকু

ব্যয় করেছি।

একটু নামের জন্য কবিতা লিখেছি,

গান লিখেছি, ভর জলসায় গান গেয়ে সুনাম কুড়িয়েছি। বিজ্ঞানী হয়েছে, ডাক্তার হয়েছি, নেতা হয়েছি।

 

একটু নামের জন্য আমি বৈধ অবৈধ পথে অর্জিত সম্পদ সন্তানের জন্য ব্যয় না করে খ্যাতির পিছনে ব্যয় করেছি।

পরিবারের জন্য সময় ব্যয় না করে

সময় ব্যয় করেছি নামের জন্য।

আমার মৃত্যুর দিন আমার নাম, যশ, খ্যাতি

পদপদবী, বংশ পরিচয় সব মুছে দিয়ে আমায় বলা হবে 'লাশ'

লোকে বলবে, লাশের গোসল হয়েছে?

 

যেদিন আমার মরণ হবে সেদিন

কি ঘটবে আমি জানি।

আমাকে আমার সমস্ত সম্পদ থেকে

বঞ্চিত করা হবে।

যাদের একটু সুখের জন্য প্রাণপাত করতাম

তারাই আমাকে ঘর থেকে বের করে দেবে।

এমনকি আমাকে উলঙ্গ করে আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নেবে।

 

আমার সাধের পালঙ্ক আমার জন্য কাঁদবে না।

আমার এতো পরিশ্রমে গড়া অট্টালিকা আমার জন্য কাঁদবে না।

আমার শখের বাগান আমার বিরহে রোদন করবে না।

আমার আপনজন ও বন্ধুরাই আমার লাশ মাটিচাপা দেয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠবে।

তারপর আমার সমুদয় সম্পদ থেকে

বঞ্চিত করার জন্য আমাকে একাকী অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে।

 

আমার ওয়ারিশানরা যখন সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে মনোমালিন্য করবে, আমি তখন কবরে ফেরেশতার হাতে বন্দী।

আমাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহর নির্দেশ অমান্য করে আমি কেন সুদ খেয়েছিলাম?

কেন আমি পিতামাতার চাইতে বৌকে অগ্রাধিকার দিয়েছিলাম?

 

কেন আমি আত্মীয়ের হক আদায় করিনি?

কেন পাড়াপড়শির হক আদায় করিনি?

কেন সুযোগ পেয়ে এতীমের মাল ভোগ করেছিলাম?

যে সম্পদ নিয়ে হকদাররা কাড়াকাড়ি করবে সে সম্পদের জন্য সেদিন আমাকে প্রশ্নবানে ক্ষতবিক্ষত করা হবে।

 

আমাকে জানিয়ে দেয়া হবে, আল্লাহর হক আল্লাহ মাফ করলেও যেসব হকদারের হক নষ্ট করেছি, তা কখনো তিনি মাফ করবেন না।

 

যেদিন আমার মরণ হবে সেদিন

কি ঘটবে আমি জানি।

আমি একা এসেছিলাম আবার একাই আমি চলে যাবো পৃথিবী ছেড়ে।

পৃথিবীতে আসার আগেও আমার কোন নাম ছিল না, চলে যাবার পরও আমার কোন নাম থাকবে না।

যেমন আরশে মহল্লায় আমি ছিলাম নামহীন, যেমন মায়ের উদরে আমি ছিলাম নামহীন, তেমনি নামহীন আমি হবো ভাসমান মেঘের সুহৃদ।

 

যেদিন আমার মরণ হবে সেদিন

কি ঘটবে আমি জানি। আমার কবরে আমি একা চলে যাবো অনন্ত কালের জন্য। কেউ আমার সঙ্গী হবে না, কেউ না।

১৫/০৬/২০২২ বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.