নবী প্রেম - অপ্রকাশিত কবিতাঃ ২০৭

                                                                                                      

কবিতা-২০৭ : নবী প্রেম

নবীর প্রেমে জাগেনি যার প্রাণ

সে কি করে হয় রে মুসলমান?

নবী প্রেমের মানে তো নয়

বার বার ফান্দে পড়া বেকুব ইনসান।

 

নবী প্রেম মানে নয়,

একজনের দোষ অন্যের ঘাড়ে

চাপিয়ে লড়াই করা।

নূপুর শর্মা গাল দিয়েছে, দাউদ হায়দার দেয়নি?

সাম্রাজ্যবাদের দালালীর ভার

সালমান রুশদী নেয়নি?

 

এসব হলো দাঙ্গাবাজের নানান রকম ফন্দি

চলছে মিছিল, চলবে মিছিল, মুসলিম হবে না বন্দী।

মামলা হবে হাজার হাজার, মুসলিম যাবে জেলে

এসবই তো পুরাণ খেলা, বার বার ওরা খেলে।

এমনি করে মুসলমানের শক্তি করে ক্ষয়

বস্তি থেকে উচ্ছেদ করে

জমির দখল লয়।

প্রতিবাদের সঠিক পন্থা শুধুই মিছিল নয়।

এমন খেলা খেলতে হবে

আসে যাতে জয়।

 

তোমার টাকায় অস্ত্র কিনে তোমায় যারা মারে

সবার আগে শক্ত হাতে

চেপে ধরো তারে।

বর্জন করো তাদের পণ্য, তোমরা মোটে নও নগন্য।

চেপে ধরো জালিম হাত

আসুক তুফান, আসুক রাত।

 

কোরান পড়ো, হাদীস পড়ো, ধরো নবীর দ্বীন

নবী প্রেমের এটাই মানে, শোন মুসলেমীন।

সবাই বলো, আল্লাহ নবীর সইবো না আর অপমান

কোরান হাদীস আঁকড়ে ধরে চলবো সকল মুসলমান।

১৩/০৬/২০২২ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.