বন্দর থেকে বন্দরে - অপ্রকাশিত কবিতাঃ ০৯৩

                                                                            

কবিতা-০৯৩ : বন্দর থেকে বন্দরে

মানুষ তো দম দেয়া কলের পুতুল।

যতোক্ষণ দম আছে ততোক্ষণ সে মানুষ।

দম নাই, সে আর মানুষও নাই।

লাশ। শুধুই লাশ।

 

লাশ কেউ ঘরে রাখে না।

হয় মাটিতে পুঁতে রাখে।নয়তো আগুনে পোড়ায়।নয় ফেলে দেয় জলে। ইদানিং কেউ কেউ ধানের ক্ষেতেওফেলে রাখে লাশ।

 

লাশের কিন্তু আপন বলতে কেউ নেই। তার মা নেই, বাপ নেই। স্ত্রী বা স্বামী নেই।

সন্তানাদি নেই। বন্ধুবান্ধব নেই।

ভাইবোন নেই। কেউ নেই। তার কোন চাকর নেই। নেতা নেই।

 

কর্মী বা আত্মীয় নেই। সহকর্মী নেই।

তার সম্পদ নেই। সহায় সম্পত্তি নেই।

সে আর রাজা নেই। পন্ডিত নেই।

তার কোন পুকুর নেই, ধানক্ষেত নেই।

সে আর মানুষ নেই, সে এখন লাশ।

 

ফকিরও লাশ, রাজাও লাশ।

নাস্তিকও লাশ, আস্তিকও লাশ।

মানুষ মানুষকে এতটাই ভালবাসে,

লাশ হয়ে গেলে আর কাছেও আসে না। শখের কলম, ঘড়ি বা অন্যকিছু নষ্ট হলে মানুষ স্মৃতি হিসাবে তা তুলে রাখে। কিন্তু মানুষকে তাও রাখে না।

এরই নাম মানুষ।

 

লাশ হওয়া মানেই, পরিচিত বন্দর ছেড়ে অচেনা বন্দরের পথে অনিশেষ যাত্রা। মানুষ তো সামান্য এক কলের পুতুল মাত্র।যে পুতুল একদিন পুরনো বন্দর ছেড়ে পা রেখেছিল পৃথিবীর বন্দরে।

 

তারপর, নিজের সংসারটা গোছানোর আগেই নতুন বন্দরে যাওয়ার বাঁশি বেজে গেল।

এভাবেই মানুষ ছুটে যায় বন্দর থেকে বন্দরে। যেমন সবাই যায়।

১৬/০৫/২০২০ রাত ৩টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.