নেতা ও জনতা - অপ্রকাশিত কবিতাঃ ০৯৪

                                                                            

কবিতা-০৯৪ : নেতা ও জনতা

হে বন্ধু, তোমাকে বুঝতে হবে আমরা এখন উত্তরাধুনিক যুগে বসবাস করছি।

এখন দিন পাল্টেছে, প্রকৃতি পাল্টেছে, পাল্টেছে নদীর নাব্যতা, মানুষের কথার ধরন।

 

ধান ক্ষেতের ওপর দিয়ে চলে গেছে পীচঢালা সড়ক, আটপৌঢ়ে কথার বদলে শব্দে এসেছে জৌলুস।

মানুষ যতো বড় হয় ততোই বাড়ে

ভাষার অলঙ্কার, তীর্যকতা, নৈপুন্য।

তুমি নেতাদের কথা বুঝতে পারো না,

সে দোষ কি নেতার?

 

নেতা তো নির্বাচনের আগে পরিষ্কার করেই বলেছিলেন, যদি আমরা জিততে পারি,তবে দিন পাল্টে দেবো। উন্নয়নের জোয়ার বইয়ে দেবো দেশে।ডিজিটাল করে দেবো দেশ।নেতারা কি সে ওয়াদা রাখেননি?

 

দিন বদলে ফেললে কি হয়? রাত।

দেশে এখন কি দুর্যোগের রাত চলছে না? সমাজ জীবনে কি নেমে আসেনি ঘোর অরাজকতা ও অন্ধকার?

 

ভুলটা তোমাদেরই। নেতা কিন্তু বলেননি,আমরা তোমাদের উজ্জল দিন দেবো। বলেছে, দিন পাল্টে দেবে, মানে রাত দেবে, দেয়নি?

বলেছে, উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দেবে? দেয়নি?

 

দেশের উন্নয়ন মানে, সরকারের উন্নয়ন। সরকারের উন্নয়ন মানে, সরকার দলীয় নেতা ও কর্মীদের উন্নয়ন। থানায় থানায় সম্রাট ও পাপিয়ারা গড়ে ওঠেনি?

 

এইসব পাতিনেতাদের ঘরেই কি

পাওয়া যায়নি ট্রাক বোঝাই টাকা।

তবে তোমরা কেন বলো, দেশের উন্নয়ন হয়নি?

 

দেশের জনগণ যতো গরীর হবে,

ততোই বাড়বে ধনী ও গরিবের ব্যবধান। এ ব্যবধান কি বাড়েনি?

দেশ কি ভাসেনি উন্নয়নের জোয়ারে?

উন্নয়ন না হলে দেশের মানুষ তিনশ টাকা কেজি দরে পেঁয়াজ কি করে কিনতো?

 

নেতারা যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালিত হয়েছে।

কবে যে তোমাদের বুদ্ধি হবে?

কবে যে তোমরা বুঝতে পারবে নেতাদের বানীর তাৎপর্য?

আর কতোকাল তোমরা বাস করবে বোকার স্বর্গে?

১৬/০৫/২০২০ ৮টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.